গ্রামীনফোন, বাংলালিংক - TopicsExpress



          

গ্রামীনফোন, বাংলালিংক ও রবির থ্রিজি ট্যারিফ: জিপির থ্রিজি মূল্য সব থেকে বেশি গ্রামীনফোন, বাংলালিংক ও রবি গতকাল বৃহস্পতিবার থ্রিজি প্যাকেজের অনুমোদন পেয়েছে। উচ্চ মূল্যে অপারেটররা থ্রিজি প্যাকেজের প্রস্তাব করার কারণে প্রথম দফায় তা ফেরৎ পাঠিয়ে দেয় বিটিআরসি। অবশেষে দ্বিতীয়বার সংশোধন করে থ্রিজি প্যাকেজের প্রস্তাব করলে কমিশন তা যাচাই বাছাই করে অনুমোদন দেয়। আগামী রোববার থেকে এই তিন অপারেটর ইচ্ছা করলে থ্রিজি সেবা গ্রাহক পর্যায়ে চালু করতে পারে। তবে সপ্তাহের শুরুতে তা সম্ভব না হলেও শেষের দিকে চালু করা যাবে বলে অপারেটর সূত্রে জানা গেছে। প্রস্তাবিত এবং অনুমোদিত থ্রিজি ট্যারিফ প্ল্যানে সব থেকে বেশি মূল্য নির্ধারণ করেছে দেশের সব থেকে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন। ইন্টারনেটের গতি ও ডাটার পরিমাণের ভিত্তিতে (ভলিউম) মাত্র একটি প্যাকেজ ৩ অপারেটরই অফার করছে। ১ মেগাবাইট গতির ১ গিগাবাইট ডাটার প্যাকেজে গ্রামীণফোন নেবে ৬০০ টাকা, যার মেয়াদ হবে মাত্র ১৫ দিন। একই গতি ও ডাটার জন্য রবি নেবে ৩০০ টাকা। এরও মেয়াদ হবে ১৫ দিন। এক দশমিক ২৪ জিবির জন্য নেবে ৫০০ টাকা। কিন্তু তার মেয়াদ হবে ৩০ দিন। গ্রামীণফোন ৩ স্তর, বাংলালিংক ১ স্তর এবং রবি ৪ স্তর বিশিষ্ট স্পীডের থ্রিজি প্যাকেজ ঘোষণা করেছে। ৩ অপারেটরের থ্রিজি প্যাকেজ তালিকা প্রকাশ করা হলো: গ্রামীনফোন-এর থ্রিজি ট্যারিফ স্পীড ৫১২ কেবিপিএস ৫০০ মেগাবাইট – ৫০ টাকা – ৫ দিন ১ গিগাবাইট -৪০০ টাকা- ১৫দিন ১গিগাবাইট -৪৫০টাকা- ৩০দিন ২ গিগাবাইট – ৬৫০ টাকা – ৩০ দিন ৪ গিগাবাইট -৯০০টাকা ৫ গিগাবাইট -৯৫০টাকা স্পীড ৮০০ কেবিপিএস ১ গিগাবাইট – ৫০০ টাকা – ৩০ দিন ৫ গিগাবাইট – ১০০০ টাকা – ৩০ দিন স্পীড ১ এমবিপিএস ১ গিগাবাইট – ৬০০ টাকা – ১৫ দিন ২ গিগাবাইট – ৮৫০ টাকা – ৩০ দিন ৩ গিগাবাইট – ১০০০ টাকা – ৩০ দিন ৪ গিগাবাইট – ১২০০ টাকা – ৩০ দিন ৫ গিগাবাইট – ১৩০০ টাকা – ৩০ দিন ৬ গিগাবাইট – ১৪০০ টাকা – ৩০ দিন বাংলালিংক-এর থ্রিজি ট্যারিফ স্পীড ১ এম বি পি এস ৫০ মেগাবাইট – ৫০ টাকা – ১৫ দিন ১৫০ মেগাবাইট – ১৫০ টাকা – ১৫ দিন ১.২৪ গিগাবাইট ৫০০ টাকা – ৩০ দিন ২..৪৮ গিগাবাইট ৮৫০ টাকা – ৩০ দিন ৩.৭৮ গিগাবাইট ১০০০ টাকা – ৩০ দিন ৪.৯৬ গিগাবাইট ১১৫০ টাকা – ৩০ দিন ৫.১২ গিগাবাইট ১৩০০ টাকা – ৩০ দিন ১০.২৪ গিগাবাইট ২০০০ টাকা – ৩০ দিন রবি’র থ্রিজি ট্যারিফ স্পীড ৫১২ কেবিপিএস ২০০ মেগাবাইট – ১০০ টাকা – ৭ দিন স্পীড ১ এমবিপিএস ১.৫ গিগাবাইট ৩৫০ টাকা – ৩০ দিন স্পীড ২ এমবিপিএস ২ গিগাবাইট – ৮০০ টাকা – ৩০ দিন স্পীড ৪ এম বি পি এস ৫.৫ গিগাবাইট – ১১০০ টাকা – ৩০ দিন লাইক এবং শেয়ার করে জানিয়ে দিন সবাইকে । এডমিন ¤ ασηυ ¤ অনু ¤
Posted on: Fri, 04 Oct 2013 08:57:19 +0000

Trending Topics



músicas cujos títulos possuem nomes de
Never do business with a group called Equita Mortgage Group nor
Reviews@@ Jeremiah Lighting 35923-AN Antique Nickel Timarron

Recently Viewed Topics




© 2015