গ্রাম্য যাত্রা (আমাদের - TopicsExpress



          

গ্রাম্য যাত্রা (আমাদের গ্রামে..) আমাদের গ্রামের প্রায় অর্ধেকই হিন্দু, বিশাল ধুমধাম করে প্রত্যেকবার দুর্গা পুজো অনুষ্ঠিত হয়, পুজো উপলক্ষে ৩/৪ দিন ধরে মেলা বসে, আশেপাশের দশ গ্রামের লোক আমাদের গ্রামে মেলা দেখতে আসে.. মেলাতে গ্রাম্য যাত্রার আয়োজন করা হয়, দুর দুরান্ত থেকে যাত্রায় অভিনয়ের জন্য নায়িকা আনা হয় আর গ্রামের মানুষেরা মিলেই অন্যান্য চরিত্রে অভিনয় করা হয়, ঠিক তেমনি এবারো আগামিকাল থেকে পুজোর মাঠে যাত্রা শুরু হবে, সারা রাত জেগে যাত্রা দেখার মগাই (mogai) আলাদা, আশেপাশে অনেক জায়গাতেই হয়তো পুজো হয় কিন্তু কেবলমাত্র আমাদের গ্রামেই যাত্রার আয়োজন করা হয়.. যেহেতু গ্রামের অর্ধেক ই প্রায় হিন্দু সেহেতু ল্যাংটা কাল থেকেই হিন্দুদের সাথেই খেলাধুলা স্কুল কলেজে যাওয়া বাজারে মাঠে ঘাটে সব সময় একসাথেই উঠাবসা করতে হয়.. এবং গ্রামে বেশির ভাগ ফ্রেন্ড ই হিন্দু, তাই পুজোর সময় তাদের বাড়িতে বাড়িতে গিয়ে চিড়া মুড়ি নাড়ু সাচ খাজা বাতাসা মুড়কি আরো অনেক কিছু খাওয়া হয়..খুব মজা হয় এক কথায়.. এবার পুজো শেষ হওয়ার একদিন পরেই কোরবানির ঈদ, তাই আনন্দটা এবার একটু বেশিই, ঈদের সময় ঐ হিন্দু ফ্রেন্ডরা আমাদের বাড়িতে আসে..একসাথে বসে খাওয়া দাওয়া করি, পুজো ও ঈদ উপলক্ষে শহর থেকে এক এক করে সবাই গ্রামে ফিরতে শুরু করেছে.. অন্য কোথাও কি অবস্থা জানিনা তয় আমাদের গ্রামে হিন্দু মুসলমানে কোন পার্থক্য নেই, যে কোন অনুস্ঠান ই আমরা একসাথে উপভোগ করি.. বিদ্রঃ গ্রাম্য যাত্রা দেখতে যারা ইচ্ছুক তারা ইনবক্সে যোগাযোগ করো, টিকেট ফ্রি..
Posted on: Tue, 30 Sep 2014 09:12:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015