গ্রুপে আজকাল সবাই খুব - TopicsExpress



          

গ্রুপে আজকাল সবাই খুব সুন্দর সুন্দর কবিতা পোষ্ট করছেন - এটা একটা ভাল লক্ষণ যে সবাই যার যার কবিতার মানোন্নয়নে সদা সচেষ্ট। সবার প্রতি সনির্বন্ধ অনুরোধ........... “উৎসাহ দেবার জন্যে হলেও সবার কবিতা পড়ুন সবাইকে লাইক/কমেন্ট করুণ Reciprocally, সবাই আপনার কবিতা পড়বে সবাই আপনাকেও লাইক/কমেন্ট করবে লাইক/কমেন্ট কার না ভাল লাগে (আ-রে - - - - সেই জন্যেইতো পোষ্ট দেওয়া - :)” সবাই সবার কবিতায় উৎসাহব্যান্জক লাইক/কমেস্ট দিয়ে দিয়ে যদি সবার কবিতার মানোন্নয়ন ঘটাতে থাকি, তা হলে সেই দিন দূরে নাই যে বাংলাদেশের ভবিষ্যৎ-প্রখ্যাত কবিগন সব এই গ্রুপ থেকেই উৎসরিত হবে.... Lets do it friends... Please note:- সব্বাইকে closely monitor করা হচ্ছে........... যারা শুধু পোষ্ট দিয়ে যাচ্ছেন এবং অন্যের পোষ্টে লাইক/কমেন্ট করছেননা, তারা, যত বড় কবিই হোক - এ গ্রুপ তাদের জন্য নয় এই গ্রুপ একটি পরিবার, যেখানে আমরা প্রতিনিয়তঃ সবাই সবার সাখে লাইক/কমেন্টের মা্ধ্যমে কথা বলি - :)
Posted on: Sat, 01 Nov 2014 17:37:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015