ঘাড় তেরা লকজনের সাথে কোন - TopicsExpress



          

ঘাড় তেরা লকজনের সাথে কোন কিছুই Partnership এ করতে নাই :( এমন কি ঐ partnership এর জিনিশ টা ফেসবুক পেজ ও হক।। এই লোকগুলা নিজের টাই বেশি বুঝে।। :( এমনি এক জন হইল Mahedi Rupom যিনি ৹৲-।।কাল্পনিক friendzz।।-৴৹ পেজ এর creator এডমিন । যাই হক ভাই আপনি আপনার পেজ এর জন্য অনেক কিছুই করেছেন :( যেইটা সবাই যানে । ভাই আপনার partner এর মতামত প্রাধান্য দিয়েন না হইলে তো ঝামেলা টাই না ভাই ? :O উনাকে পেজ এ cc হিসেবে এড দিয়াছিলেন কারন উনি বলছিল ।। উনি এই পেজ টার পিছনে অনেক খাটছে যেইটা কিনা ফেবু জগৎ + বন্ধুবান্ধুব সবাই জানে।। উনার বেক্তিগত ঝামেলার জন্য প্রায় ৬_৭ মাস পেজ এ আসেন নাই ।। তিনি কিন্ত বলে গেছিলেন এক জন এডমিন কে এড দিতে কিন্ত আপনি করেন নাই ।। ফলে ৹৲-।।কাল্পনিক friendzz।।-৴৹ পেজ inactive যার দায়ভার আপনার ।। আপনি অনেক বড় ভাই গুড় (নাম বলে আপনাকে লজ্জা দিতে চাই না ) যাই হোক যা হইছে তো হইসেই :) এখন কথা হইতেছে গিয়া আপনি কি এডমিন এড দিবেন নাকি আমি বের হয়া যাব পেজ থেকে :( আর আপনের যে এক্তিভিটি তাতে মনে হয় নাহ ৹৲-।।কাল্পনিক friendzz।।-৴৹ আগের জায়গায় আসবে :( আর আপনার যা আক্টীভিটী তাতে করে আমি বের হয়ে গেলে আপনার ৹৲-।।কাল্পনিক friendzz।।-৴৹ পেজ টা এমন অবস্থায় আসবে যেইটা বলার ভাষা আমার নাই :( যাই হোক আপনি আমার এই সত্য কথা গুলা শুনে আমাকে পেজ থেকে বের করে দিবেন সিউর :D এতে আমার কোন আফসোস থাকবে নাহ সিউর :) ভাই একটা কথা কি জানেন ফেবুতে অনেক ভাই ব্রাদার আছেন যারা আমাকে নিজেদের আপন ছোট ভাই এর মত দেখে :) ও ভুলেই গেছিলাম এই ভাই ব্রাদার রা তো আপনারও পরিচিত কিন্ত ওইটা আমার মাধ্যমে :P আর ভাই ফোন দিবেন নাহ ।। কারন এই ক্যাচাল এফবি নিয়া এফবি তেই থাকলে খুশি হবো ।। ধন্যবাদ :)
Posted on: Mon, 01 Jul 2013 08:01:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015