ঘটনাটি পড়ে বলুন জ্ঞানী - TopicsExpress



          

ঘটনাটি পড়ে বলুন জ্ঞানী কে ? আইনস্টাইন এর প্রতিটি সেমিনারে-ই পিছনে বসে লেকচার শুনতে শুনতে তার ড্রাইভার একবার তাকে বলেই বসলো, আপনি তো সব জায়গায় একি লেকচার বারবার দেন, তারপর ও লোকজন আপনার লেকচার যে কেন শুনে? আমি আপনার লেকচার এতোবার শুনেছি যে এখন চাইলে আমি ইআপনার লেকচার দিতে পারি। এর পরবর্তী সেমিনারে আইন তার ড্রাইভারের সাথে পোষাক পরিবর্তন করে সেমিনার এর পিছনে ...বসে রইলেন আর তার ড্রাইভার লেকচার দিতে শুরু করলো। অত্যন্ত নিখুত ও সাবলীল ভাবে লেকচার শেষ করার পরপ্রশ্ন উত্তর পর্বে একদর্শক এমন এক প্রশ্ন করে বসলো যার উত্তর ড্রাইভারের জানা নাই। ড্রাইভারের তাৎক্ষনিক প্রতিক্রিয়া "আপনি খুব-ই সহজ একটা প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা এতোই সহজ যে আমি নিশ্চিত সেমিনারের পিছনে বসে থাকা আমার ড্রাইভার-ও এই প্রশ্নের উত্তর দিতে পারবে"। পোস্টটি ভাল লাগলে লাইক দিয়ে শেয়ার করে উতসাহিত করবেন। #ebon
Posted on: Fri, 26 Jul 2013 03:10:29 +0000

Recently Viewed Topics




© 2015