ঘটনা ১ :- তিনতারা হোটেলে - TopicsExpress



          

ঘটনা ১ :- তিনতারা হোটেলে ৪০,০০০টাকা খরচ করে পার্টি দিয়েও লজ্জ্বায় বন্ধুদের সামনে যেতে পারছে না ধনী বাবার একমাত্র ছেলেটা। আর মাত্র ২০,০০০টাকা থাকলেই সে পাঁচতারা হোটেলে যেতে পারতো এবং পার্টিটা আরও জম্পেস হতো। আজ তার মতো অসুখী এই দুনিয়ায় কেউ নাই। ঘটনা ২ :- বাড়িওয়ালীর মেয়ের কপালে সুখটা নেই। নিজের জন্মদিনে বন্ধুবান্ধবদের নিয়ে বাইরে কোথাও পার্টি দিবে তা না; উল্টো বাসায় ওদেরকে এনে শুধু মাটন, চিকেন, পোলাও এসব খাওয়াতে হয়েছে। এটাকে কি সুখ বলা যায় নাকি ? ঘটনা ৩ :- অনেকদিন পর রিকশাচালক মজিদ ভাই আজ ১০০টাকায় মাছ কিনেছেন। আজ তিনি মজা করে খেলেন পরিবারকে নিয়ে। আর তৃপ্তির ঢেকুর তুলে বললেন, আহ! আল্লাহ খাওয়াইছে । ঘটনা ৪ :- গ্রাম থেকে আসা গরির ঘরের ছেলেটা ব্যাচেলর থাকে শহরে। রাতে মনে মনে পরিকল্পনা করে ২০টাকা দিয়ে একপ্লেট ডাল-ভাত খাবে সে। কিন্তু পকেটে হাত দিয়ে দেখে ১০টাকা আছে। ১০টাকা দিয়ে অল্প চিড়া আর চিনি নিল সে। তা তৃপ্তি নিয়ে খেয়েই ঘুমাতে গেল। মনে মনে ভাবল ভাগ্যিস ১০টাকার নোটটা ছিল ! ঘটনা ৫ :- রাতে রেললাইনের পাশে যে ছেলেটা ঘুমায় সে মনে মনে বলল, তার কাছে থাকা ২টাকা দিয়ে আজ রাতে সে একপিস কেক কিনে খেয়ে ঘুমাবে। কিন্তু দোকানে গিয়ে দেখে ১টাকার একটা কয়েন কোথায় যেন পড়ে গেছে। মন খারাপ করে সে বাকী ১টাকা দিয়ে একটা বিস্কুট কিনল । সেটা খেয়ে পেট ভরে পানি পান করল। তারপর হাসিমুখে বলল, যাউকগা,পেটটা ভরছে। কিছুকথা জেনে রাখবেন, ১টাকা দিয়েও কিন্তু সুখ কেনা যায়। তবে সুখটা টাকার পরিমানের উপর নির্ভর করে না,নির্ভর করে নিজের আত্মতৃপ্তির উপর। টাকা বাড়লে শুধু অভাবটাই বাড়ে, সুখ বাড়েনা। courtesy : #royal
Posted on: Thu, 22 Jan 2015 09:09:22 +0000

Trending Topics



text" style="margin-left:0px; min-height:30px;"> Today I would like to once again thank all the brave men and women
Hugo Gonzalez Baby you been so freaky to me So addicted to

Recently Viewed Topics




© 2015