ঘটনাঃ ১ সকাল বেলা - TopicsExpress



          

ঘটনাঃ ১ সকাল বেলা দোকান থেকে কলা পাউরুটি আর হাবিজাবি কিনতে গিয়া ৪৯ টাকা বিল হইল। ৫০ টাকা দিয়া ফেরত পাইলাম একটা লেবেনচুষ। সেইটা চুষতে চুষতে বাসায় আইলাম। ঘটনাঃ ২ দুপুরে অফসেট কাগজ, কলম আর কিছু মশলা পাতি কিন্না বিল হইল ২৯ টাকা। এইবার একটা ঝাল চকলেট পাইলাম। চুষতে চুষতে বাসায় ফিরলাম। ঘটনাঃ ৩ বিকালে বন্ধু রিপন কইল একটা সিগারেট খাওয়া মামা।“ব্যানসন লাইট, ৯ টাকা দাম”। বন্ধুরে দিলাম সিগারেট আমি খাইলাম একটা চুইংগাম। ঘটনাঃ ৪ মায়ের ফরমায়েশ অনুযায়ী রাইতে গেলাম দোকান থেকে আলু-পিঁয়াজ-রসুন কিনতে, বিল হইছে ৫৮ টাকা। ৬০ টাকা দিলাম। দোকানদার আলু পিঁয়াজের পোঁটলার সাথে দুই খান লজেন্স ধরায় দিয়া সব দাঁত বাইর কইরা হাসতে হাসতে কইল, “দুই টাকা ভাংতি নাইকা ভাইজান”। এই ঘটনা একদিন দুইদিনের না। প্রতিদিন অসংখ্যবার ঘটে! শালার দোকানদাররা সব দাঁতের ডাক্তারগো লগে শান্তিচুক্তি করছে নাকি? সারাদিন চকলেট খাইতে থাকলে আমাগো দাঁতের দফারফা হইব আর দৌড়ামু দাঁতের ডাক্তারের বাড়ি। এইভাবে তো চলতে দেওয়া যায়না! সারাদিনে চকলেট খাওয়ানোর নাম কইরা দোকানদার সাহেবেরা আমাগো মানিব্যাগ থেইকা যেই টাকা খসায় নেয়,সেইটা দিয়া ইজিলি পরের দিনের বাস ভাড়া হইয়া যায়। আসেন সকল ভুক্তভোগী কাস্টমাররা। আমরাও গিয়া দাঁতের ডাক্তারগো লগে একটা চুক্তি কইরা ফেলি। পকেট ভর্তি কইরা চকলেট-লজেন্স লইয়া ঘুরুম। দোকানদার যখন কইব একটাকা ভাংতি নাই, তখন আমরা তার হাতে একটা চকলেট ধরায় দিয়া দুই টাকা নিমু। আর যদি কয় দুই টাকা ভাংতি নাই তাইলে তিন চকলেট ধরায় দিয়া পাঁচ টাকা লইয়া লমু। দাঁতের বদলে দাঁত! এর চেয়ে ভাল প্রতিশোধ আর কি হইতে পারে??
Posted on: Mon, 11 Nov 2013 09:54:52 +0000

Trending Topics



YELLOW PEARL TEMPORARY TATTOO INK AIRBRUSH BODY ART PAINT 8-OZ,
Home Crusade of Prayer Other Prayers Received Download Crusade
Leifheit 23740 Comfortline COOL BOX Carrier/Bowl GET GREAT
Just tried this Pioneer Woman recipe and it is really good: Put
Going once, going twice…… Starting today and for the
BIRTHDAY SHOUTOUT MUST FOLLOW HER!!!Cousins No More Like

Recently Viewed Topics




© 2015