ঘুম ভেঙ্গে কিছু মেঘলা - TopicsExpress



          

ঘুম ভেঙ্গে কিছু মেঘলা দিন হোক ওড়নার পাশে সেফটি -পিন ও হোক বিকেলের নাম Al Pacino হোক খেয়ালি ছাতে ! কফি কাপে একা ঠোঁট ছোয়ানো দিন, চুপি চুপি কেঁদে রোদ পোহানো দিন, ভালো হয় যদি সঙ্গে আনো দিন যে কোনো রাতে ! জানি দেখা হবে....ঠোঁটের ভেতরে ...ঘুমের আদরে
Posted on: Wed, 20 Aug 2014 17:13:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015