চাঁদের বাঁশি বাজলো - TopicsExpress



          

চাঁদের বাঁশি বাজলো আকাশ ছেয়ে.... নিশা মেঘে সাজল দিশারি নেয়ে.... তার ই খেয়ায় আয় আয় হব আজ উধাও... ছেড়ে ভয় গেয়ে জয় ভরসা বেয়ে.... বলে হেসে চাঁদ, যারা ছাড়ে ওরে ভয় ভয়ে পায় অভয় তারা পরাজয়ে জয়... যার নেই সুখী সেই সবি আছে তার... হারায় সে যে চায় রে শুধু সঞ্চয়... আলো ঐ বিছালো ওঠে ঝংকার... সুর দেয় ভালোবাসার ই দোয়ার.... বেসুরা যে সাধে বাজে তাকেই বাঁধন... সুরেলা যে ফুলেলা সে কাঁটা কোথা তার... ফরাসী ভাষায় Au clair de la lune বলে একটি বিখ্যাত শিশু-সঙ্গীত আছে। তাতে বিখ্যাত সুরকার ল্যুলি সুর দেন যেটি জগদ্বিখ্যাত। সে-সুরটি ভেঙে এই গানটি বাঁধা। মূল গান টি দিলাম নীচে.... Au clair de la lu ne Mon a mi pire rot Prete- moita plume pour e crire unmot Machan delleest morete Je nai plus defeu Ouver moila porte Pour la mour de Dieu
Posted on: Thu, 21 Aug 2014 09:22:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015