চিকিৎসকের বিরুদ্ধে - TopicsExpress



          

চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগঃ সাংবাদিকদের উদ্দেশ্যমূলক মিথ্যাচার (প্রমান সহ) আজকে (৭ আগস্ট ২০১৪) প্রথম আলো এর প্রিন্ট ভার্সনের ৮ম পাতার সংবাদ দেখুন (১ম ছবিতে)। এখানে প্রথম প্যারাতে বলা হয়েছে গ্রাম্য এক চিকিৎসক রফিকুজ্জামান। ওই খবর এ আর কোথাও গ্রাম্য শব্দটি ব্যাবহার হয় নি। এবার গতকালের (৬ আগস্ট ২০১৪) প্রথম আলো এর web ভার্সন দেখুন। এখানে বলা হয়েছে রফিকুজ্জামান গ্রাম্য চিকিৎসক। আমার প্রথম প্রশ্নঃ সাংবাদিক রা কি চিকিৎসক ও গ্রাম্য চিকিৎসক এর পার্থক্য বুঝেন? না হলে পত্রিকার শিরোনাম এ পল্লী চিকিৎসক না লিখে চিকিৎসক লিখলেন কিভাবে? চিকিৎসক হতে হলে ৫ বছর একাডেমিক শিক্ষার পর ১ বছর বাস্তব প্রশিক্ষণ নিতে হয়। এর পরে সে চিকিৎসক। (Physician) অপর দিকে পল্লী চিকিৎসক হতে প্রয়োজন নেই কোন প্রশিক্ষণের। মহল্লার দোকানে ফার্স্ট এইড বাস্ক নিয়ে বসলেই সে পল্লী চিকিৎসক। (Quack) (প্রমাণঃ কমেন্টে লিঙ্ক) আর, আমার দ্বিতীয় প্রশ্ন, ৬ আগস্ট যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই খবর ৭ তারিখে বস্ক করে আবার ছাপানোর কারন কি??? সাংবাদিক ভাইরা- তোমরা ৮ পাস না হলেও চাকরি পাও। তোমরা পুলিশের কাছ থেকেও ঘুষ খাও (বিশেষত ক্রাইম রিপোর্টার), দেশের মানুষের বাচামরার যায়গা তে কুকাম করো না। এদেশে মেধাবী ডাক্তার না থাকলে তোমার বাবা-মা, সন্তান দের চিকিৎসা করাতেও ভারত সিঙ্গাপুর যেতে হবে। (ধরেই নিচ্ছি সকল সাংবাদিক নিজেরাই নিজেদের সঠিক চিকিৎসা দেন) প্রেস্ক্লাব এ ঘুরঘুর করে সাংবাদিক হয়া যায়- ডাক্তার না
Posted on: Thu, 07 Aug 2014 07:08:46 +0000

Trending Topics



Recently Viewed Topics



1

© 2015