[ চীন গণপ্রজাতন্ত্র - TopicsExpress



          

[ চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬৪তম এবং সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের ১৬তম বার্ষিকী উপলক্ষে অভিনন্দন বার্তা ] আজ মঙ্গলবার ১লা অক্টোবর ২০১৩। চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬৪তম বার্ষিকী এবং বাংলাদেশে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবেরও ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটি চীনা জনগণের জন্য একটি অবিস্মরণীয় এবং গর্বের দিন। ১৯৪৯ সালের ১লা অক্টোবর চীনের প্রয়াত শীর্ষনেতা মাও সেতুং পেইচিংয়ের থিয়ান আনমেন মহাচত্বরে নয়া চীনের জন্মের কথা ঘোষণা করেন। চীনের সরকার প্রতিবারেরমত এবারও দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় বর্ণিল উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করবে। এই আনন্দলগ্নে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের সকল সদস্য এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি চিন পিং, প্রধানমন্ত্রী লি খো চিয়াংসহ সরকারের অন্যান্য নেতৃবৃন্দ, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর মহাপরিচালক ওয়াং গেং নিয়েন, উপ-মহাপরিচালক ওয়াং ইউয়েন ফেং, বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং ইউয়ে, উপ-পরিচালক চিয়াং চিং ছেং, বিশেষজ্ঞ ছাই ইউয়ে মুক্তা, ইয়াং ওয়েই মিং স্বর্ণা, সুবর্ণা, ওয়াং তান হোং রুবি, ওয়াং ছুইইয়াং জিনিয়া, মোং ফেন সি প্রকাশ, শুয়েই ফেইফেই শিখা, খোং চিয়া চিয়া প্রেমা, লি ওয়ান লু শিশির, লিলি লাবণ্য, লিয়াং লিলিন, লতা, শিয়ে নান আকাশ এবং অন্য ৬৪টি ভাষা বিভাগের কর্মীবৃন্দসহ সকল চীনা জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা মনে করি, নয়াচীন প্রতিষ্ঠার পর চীন ক্রমান্বয়ে বিদেশমুখী উন্মুক্ততা, রাজনীতি, সংস্কৃতি ও বিভিন্ন ব্যবস্থার সংস্কার নীতি চালু করে ব্যাপক পরিবর্তন করেছে। অর্থনীতির টেকসই উন্নয়ন হয়েছে। জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং সার্বিক শক্তি ও বিশ্বে ইতিবাচক প্রভাব বেড়েছে। মানুষের স্বাধীনতা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করেছে। আমরা এটাও বিশ্বাস করি ৬৪ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের যে সাফল্য অর্জিত হয়েছে তা সম্ভব হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির দূরদর্শিতা, দৃঢ়প্রত্যয়ী, দক্ষ ও সুযোগ্য নেতৃত্বের কারনে। আমরা আরো বলতে চাই- সে দিন আর বেশি দূরে নয়, চীনা জনগণের কঠোর পরিশ্রমের কারনে অতি নিকট ভবিষ্যতে চীন বিশ্বের একটি অন্যতম ধনী, অর্থনৈতিক ও সামরিক শক্তিশালী, গণতান্ত্রিক ও সম্প্রীতিময় সমাজতান্ত্রিক এবং অত্যাধুনিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং আমরা তাই প্রত্যাশা করি। আমরা আমাদের সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষেও চীনা জনগণসহ চীন আন্তর্জাতিক বেতারের সকল শ্রোতাদের ফুলেল শুভেচ্ছা জানায়। উল্লেখ্য, ১৯৯৭ সালের এই দিনে তৎকালীন ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব বাংলাদেশ নামে সংগঠনটির আত্নপ্রকাশ হয় চট্টগ্রামে যা বর্তমানে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ নামে বিশ্বব্যাপী রেডিও শ্রোতাদের কাছে অতি পরিচিত এবং সমাদৃত। ইতিমধ্যে আমাদের শ্রোতাসংঘটি বহুবার চীন আন্তর্জাতিক বেতার থেকে বিশ্বের অন্যতম ‘কর্মমূখর শ্রোতাসংঘ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এতে আমরা গর্বিত। cri-sarc.blogspot/2013/10/anniversary.html
Posted on: Mon, 30 Sep 2013 20:19:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015