চার অংকের চারটি লাল - TopicsExpress



          

চার অংকের চারটি লাল নোটের জন্য ক্যাম্পাস থেকে পায়ে হেটে পরীবাগে গিয়ে ছাত্র পড়াই আজ প্রায় চার মাস হতে চললো । ছাত্র আমার বৃক্ষবিশেষ পাতা আন্তর্জাতিক বিদ্যালয়ে পড়ে (Maple Leaf International School) । ব্যাপক ফাজিল... ;) ঈদের আগে আজ শেষবারের মত পড়াতে গিয়েছিলাম, স্বাভাবিকভাবেই টাকা দেবেন জানা ছিল । টাকা তো দিলেন, সাথে তিন অংকের আর চারটি নোট । আমিতো অবাক! :D অ্যান্টি (আপু বললেই বেশী মানায়) নিজেই বললেন, ঈদের বোনাস । একটা পাঞ্জাবী কিনে নিও । ছবি তুলে আপলোড দিও, আমি দেখে নেব! :O আমার তো দাঁতের পাটির সব দাঁত বের হয়ে গিয়েছে এর মাঝেই, পাশে থেকে ফাজিলটা বলে উঠলোঃ ভাইয়া আপনার হাসি তো মারাত্মক! :p বিঃদ্রঃ অ্যান্টি ব্যাপক স্মার্ট... ;)
Posted on: Sun, 20 Jul 2014 13:34:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015