চট্টগ্রাম মহানগর - TopicsExpress



          

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান, লিবিয়ার জাল ভিসা, ৯১টি পাসপোর্ট, জাল সীল উদ্ধার, গ্রেফতার-০২। “রেকস্ ইন্টন্যাশনাল ট্রাভেল এজেন্সী’র” মালিক কর্মচারী পরস্পর যোগসাজশে জাল ভিসা তৈরী করিয়া লিবিয়া’সহ বিভিন্ন দেশে অবৈধভাবে নিরীহ লোকদের নিকট হইতে বিপুল পরিমাণ টাকা নিয়া প্রেরণ করে এইরূপ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব এএসএম নুরুল আলম তালুকদার এর নেতৃত্বে এসআই/মোঃ আব্দুল মোনাফ, সঙ্গীয় এসআই/মোহাম্মদ সাহেদ উদ্দিন, এসআই/এসএম দিদারুল ইসলাম, এএসআই/সন্তুশীল’সহ অভিযান পরিচালনা করিয়া গত ০৩-০৯-২০১৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.১৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন ৩০৬, জুবলী রোড, এনায়েত বাজার, সালেহা বিল্ডিংস্থ ৩য় তলার দক্ষিণ পার্শ্বে জবী ওহঃবৎহধঃরড়হধষ ঞৎধাবষ অমবহপু-তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করিয়া উক্ত ট্রাভেল এজেন্সী হইতে লিবিয়ার ১৩টি জাল ভিসা, ৩৫টি লিবিয়ার জাল ভিসার ফরম, বর্হিগমন কার্ডের ০১টি বহি, ৯১টি পাসপোর্ট, ০২টি নকল সীল’সহ এজেন্সী’র মালিক ১) মোহাম্মদ আলী (৪২), পিতা-মোহাম্মদ হানিফ চৌধুরী প্রকাশ মোহাম্মদ হানিফ, মাতা-নুর নাহার বেগম, সাং-দৌলতপুর(আব্দুল হামিদ চৌধুরীর বাড়ী), থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম ও কর্মচারী ২) মীর মোঃ সাইফুল সাদী (২৮), পিতা মীর মোঃ সাদেক, সাং-১০৪, মাঝির ঘাট রোড, আমানউল্লাহ সদাগর লেইন, মরিচা পাড়া, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ ট্রাভেল এজেন্সীর ব্যবসার আড়ালে পরস্পর যোগসাজশে অবৈধভাবে ভ্রমন দলিল ও সরকারী ডকুমেন্ট ও পাসপোর্ট ইত্যাদি প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে তৈরী করিয়া লোকজনকে লিবিয়ায় বৈধ কর্মসংস্থানের প্রলোভন দিয়া অবৈধভাবে প্রচুর টাকা হাতাইয়া আত্মসাৎ করিয়া আসিতেছে। মহানগর গোয়েন্দা বিভাগের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। বর্ণিত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় এজাহার দায়েরের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Posted on: Thu, 04 Sep 2014 13:57:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015