চট্টগ্রাম যাবার জন্য - TopicsExpress



          

চট্টগ্রাম যাবার জন্য ট্রেনে জানালার পাশে নিজের সিটে বসে আছি। পাশের সিটে এক সুন্দরী আপু এসে বসল। উনি আমার কাছে জানালার পাশে বসার আবদার করল। আমি অতটা কঠিন প্রকৃতির লোক না যে সুন্দরী আপুকে অবহেলাকরবো। এতটা পাষন্ড হতেও পারবো না।শুরু হল কথা সমগ্র।আপু দেখি খাবারের দোকান নিয়ে হাজির! কেক, বিস্কুট, নুডলস, আপেলে দুজন ভাগ করে খেলাম।এযেন ছোট্ট সংসার! জানালার পাশের সিট ছেড়ে দিয়ে তাহলে লাভই করলাম।পরের বার এভাবে জানালা ছেড়ে দিব বলেশপথ করলাম। এর আগে কয়েকবার জানালা না ছাড়ার জন্য আফসোস মুখ দিয়ে বেরিয়ে এলো। এ কথা ও কথা বলতে বলতে উনি আমার ফোননম্বর চাইলেন। আমি পারলে আমারা চৌদ্দগোষ্ঠীর নম্বর দিয়ে দিই। গুণে গুণেতিনটা অপারেটরের নম্বর দিলাম। কোনভাবেই যাতে মিস না হয়ে যায়। "ঢাকায় গিয়ে তোমাকে ফোনদিব" এই বলে বুকের ঢিবঢিব বাড়িয়ে দিলেন। যাওয়ার আগে বলল "সিগারেট বেশী খেওনা"। সেদিন থেকে আমি মুখস্ত করে যাচ্ছি "ঢাকা বাংলাদেশের রাজধানী, এক সুন্দরী আপু ঢাকায় আসবে, এসে আমাকে ফোন দিবে"। কিন্তু ফোনতো আর দেয় না। আমি ভাব ধরে উনার ফোন নম্বর নিইনি। আমিতো জানি উনি ফোন করবেই! আজ প্রায় তিন বছর, আমার তিনটা মোবাইল হারাইছে, কিন্তু সিম সে তিনটাই আছে! মোবাইলে সকাল বিকাল নিয়ম করে চার্জ দিই, আর মুখস্ত করি ""ঢাকা বাংলাদেশের রাজধানী, এক সুন্দরী আপু ঢাকায় আসবে, এসে আমাকে ফোন দিবে।। sheser devdas
Posted on: Mon, 15 Jul 2013 04:42:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015