চমস্কি মনে করেন, সামাজিক - TopicsExpress



          

চমস্কি মনে করেন, সামাজিক যোগাযোগের মাধ্যম মানুষের স্বাভাবিক সম্পর্কে অবক্ষয় ঘটিয়েছে। এটা মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলে ঠিকই, কিন্তু তা নিতান্তই ভাসা-ভাসা, অগভীর ও ক্ষণস্থায়ী। এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে, পরিসরের সংক্ষিপ্ত অবস্থান। আপনি চাইলেই এখানে কোনো কিছু বিস্তৃত পরিসরে জানতে পারছেন না। ফলে একটি অস্পষ্টতা থেকেই যাচ্ছে। চমস্কি জোর দিয়ে বলেন, ‘আমি আমার শিক্ষার্থী, ছেলেমেয়ে থেকে শুরু করে নাতি-নাতনিদের মধ্যে একটি প্রবণতা লক্ষ করেছি, তারা আর যা-ই হোক বেশি কিছু পড়তে চায় না।’ এর থেকে তাদের ধ্যান-ধারণা, চিন্তাভাবনা ও জ্ঞানজাগতিক ক্ষেত্রে একটি অস্পষ্টতা তৈরি হতে পারে।
Posted on: Sat, 05 Apr 2014 12:57:03 +0000

Trending Topics



v class="stbody" style="min-height:30px;">
MUITO BOM DIA AMIGOS PASSADOS 15 ANOS PARTICIPO MEU DESLIGAMENTO
Does anything in nature despair like humans? An animal with a foot

Recently Viewed Topics




© 2015