চরম জোকস এক লোক তার - TopicsExpress



          

চরম জোকস এক লোক তার স্ত্রীকে এস এম এস করলোআমার আসতে দেরী হবে,আমার ময়লা কাপড়গুলো ধুয়ে রেখো আর আমার পছন্দের খাবার রান্না করে রেখো। স্ত্রী কোনও উত্তর করলো না এস এম এস এর। কিছুক্ষণ পর আবার একটা এস এম এস করলআমার বেতন বেড়েছে, দিগুণ হয়েছে, তোমাকে এই মাসের শেষে একটানতুন গাড়ি কিনে দেব। এবার স্ত্রী উত্তর করলো খুশিতে গদগদ হয়েও মা! সত্যি?! লোকটি উত্তর করলো . . . . না, আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম যে তুমি আমার প্রথম এস এম এস টা পেয়েছ কিনা. :P :P জোকস বুঝলে লাইক দিন ।
Posted on: Mon, 02 Dec 2013 07:50:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015