চলমান বৈশ্বিক ফুটবলের - TopicsExpress



          

চলমান বৈশ্বিক ফুটবলের বাস্তবতার পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত Bangabandhu Gold Cup Football টুর্নামেন্ট এখন কতটুকু বাস্তব হয়ে দেখা দিতে পারে? বিশ্ব তো বটেই এশিয়ার বেশিরভাগ দেশ বছরব্যাপী ঘরোয়া ফুটবল এবং Confederation ও FIFA কর্তৃক স্বীকৃতি মহাদেশীয় কিংবা Sub Continental আন্তর্জাতিক দেশ ও আন্তর্জাতিক ক্লাব ফুটবলে এখন এতই ব্যস্ত যে সেই শিডিউলের বাইরে ১০-১৪ দিনের সময় বের করা তাদের পক্ষে খুবই কঠিন। আপনি একসাথে ৩টি বা ৪টি দেশের পূর্ণাঙ্গ স্কোয়াড একসাথে পেতে পারেন কিন্তু এর চেয়ে বেশি দেশের পূর্ণাঙ্গ স্কোয়াড পাবার সম্ভাবনা প্রায় অসম্ভব। হ্যা আপনি ১০০টি দলের টুর্নামেন্ট করতে পারেন কিন্তু এর অন্তত ৯৬টি দল হয় কোন লোয়ার ডিভিশনের ক্লাব বা জুনিয়র দল বা B দল বা লীগ একাদশ হবে। হ্যা আপনি একই সাথে ৮টি পূর্ণ শক্তির দেশকে পেতে পারেন যদি Nepal, Bhutan, Mongoliaর মত দেশকে আমন্ত্রণ জানান। বা অন্য দেশ যদি তাদের দেশে আমাদের আমন্ত্রণ জানায় তাহলে সব রেখে আমরাও ছুটব যদি না BFF আবার টাকার সমস্যা দেখায়। কারণ উপরিওক্ত ৩টি দেশের মত আমরাও back-bone-less। সত্যি কথা বলতে একাধিক দেশের কোন Friendly টুর্নামেন্টের ট্রেডিশন এখন উঠে গেছে যা পূর্বে প্রচন্ড জনপ্রিয় ছিল বিশ্বব্যাপী। এখন খুব বেশি হলে ৩ বা ৪ জাতি ফুটবল টুর্নামেন্ট হতে দেখা যায় Palestine বা Philippines মত দেশে। ভারতের Nehru Cup এর কোন খবর নেই। ভারতের ক্যালেন্ডার এত জ্যামপ্যাকড্ যে মর্যাদাবান আঞ্চলিক কাপ টুর্নামেন্টেও অনেক ক্লাব খেলতে চায় না। মালয়েশিয়ার Mardeka Cup এখন ধুঁকছে। U20, U23, League XI বেশিরভাগ দলই এরকম থাকে। গত বছর স্বাগতিকসহ ৩টি U23 ও Thailand Selected এই ৪টি দল অংশ নেয়। বিগত কয়েক বছর ধরে FIFA Friendly ম্যাচ এখন দারুণ জনপ্রিয়। ধরুন Australia খেলবে Iran এর মাটিতে স্বাগতিকদের সাথে। তারা ম্যাচের কয়েকদিন আগে Lebanon বা Saudi Arabia তে ট্যাকনিক্যালি একই ধাচের ফুটবল খেলা স্বাগতিকদের বিপক্ষে ও একই কন্ডিশনে খেলে প্রস্তুতি নেবে। Chinaর সাথে ম্যাচ থাকলে Thailand এর সাথে ফিফা ফ্রেন্ডলি খেলবে। এভাবে কাছাকাছি মানের দল ও কাছাকাছি কন্ডিশনে খেলে প্রস্তুতি নেয়া হয়। দল নিয়ে পরীক্ষা করা হয়। গত বছর AFC Challenge Cup Qualifying এ Palestine এর বিপক্ষে খেলেছি আমরা। প্যালেস্টাইন Indiaর সাথে খেলে প্রস্তুতি নেয়। আমরা কি Yemen বা Oman এর সাথে খেলেছি? ব্যস্ত শিডিউল ও ট্রেডিশন পরিবর্তনের বাইরেও এবার শেষ কোপটি মেরেছে FIFA। Two Match Per International Window ফিফা কর্তৃক চালু হওয়া নতুন রেগুলেশন। এ বছরের আগস্ট থেকে ২০১৮ সালের শেষ পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। কনফেডারেশন ও সাব কনফেডারেশনের নিয়মিত টুর্নামেন্টগুলো এই নিয়মের আওতায় পড়বে না। শুধুমাত্র ফ্রেন্ডলি ম্যাচ বা ফ্রেন্ডলি টুর্নামেন্ট। প্রতি মাসে আপনাকে ৯ দিন সময় দেয়া হবে। সোমবার সকাল থেকে পরের সপ্তাহের মঙ্গলবার রাত পর্যন্ত। ওই ৯ দিনের জন্য ফুটবলারদের ছাড়তে বাধ্য ক্লাব। ওই ৯ দিনে ২টির বেশি ম্যাচ আপনি খেলতে পারবেন না। তো সোমবার থেকে আপনার সময় শুরু। প্রথম ম্যাচ খেলতে পারবেন বুধবার থেকে শনিবারের মধ্যে। আপনি বুধবার খেললেন। তারপর বৃহঃপতি ও শুক্রবার বাধ্যতামূলকভাবে ২ দিন বিশ্রাম। পরবর্তী ম্যাচ আপনি শনি কি রবি বা সোম বা শেষদিন যে কোন দিন খেলতে পারবেন। ব্যাস ভাই! এবার ফুটবলারদের ব্যাগ গুছিয়ে যার যার ক্লাবে পাঠিয়ে দিন। এর মধ্যেও প্রচুর খুটিনাটি ব্যাপার আছে। যেমন আপনি Oceania তে ১ম ম্যাচ খেলে থাকলে ২য়টি খেলতে North America যেতে পারবেন না। পথের দূরত্ব যদি 5 Flight Hours এর বেশি হয় তাহলে আপনি সেখানে খেলতে যেতে পারবেন না। Association, Club আর Footballer ৩ পক্ষের জন্যই প্রচুর নিয়ম প্রণয়ন করেছে FIFA যা ভাঙ্গলে প্রত্যেকের জন্য জরিমানা, ফুটবলার হাতে পাবার সময়ের স্বল্পতা সহ ব্যান ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে। FIFA থেকে BFF এর কাছে এই গাইডলাইন পৌছে যাবার কথা। তবুও পুরোপুরি নিশ্চিত হতে বাফুফের এক উর্ধ্বতন কর্মকর্তার কাছে PDF ফাইলটি ফরোয়ার্ড করেছি। তো ফিফার এই নতুন রেগুলেশন কি আপনাদের পছন্দ হয়েছে? আমার মনে হয় না যে Bangabandhu Gold Cup করার কোন ইচ্ছা বাফুফের আছে। ধরে নিলাম যে টুর্নামেন্টটি আলোর মুখ দেখবে। তাহলে আপনার কি মনে হয় যে নতুন FIFA Regulation অনুযায়ী টুর্নামেন্টটি কোন রঙের আলো দেখবে- কালো না লাল? - Arefin at last
Posted on: Wed, 31 Dec 2014 09:44:18 +0000

Trending Topics



163 to 110
Auction House London were heavily featured in the press last week.
Praise the Lord hey we made it home., we went out to the to nation
Reviews++ How Do You Get Your Ex Back But He Has A
Yvon & I had a wonderful visit with his brother Larry this

Recently Viewed Topics




© 2015