চলুন একনজরে দেখে আসি - TopicsExpress



          

চলুন একনজরে দেখে আসি ২০১৪ এর সকল পিপিভি ১. January - Royal Rumble এটা ছিল বছরের প্রথম পিপিভি । আমার মতে এর সবচেয়ে বড় ছমক ছিল WWe Championship - World Heavyweight championship এর একজত করা অর্থাৎ Unification . এর পরের চমক ছিল 30-man Royal Rumble match এ Batista এর জয় লাভ। তাছাড়াও সবাই অবাক হয়ে গিয়েছিলো যখন আমাদের Superman Roman Reings একাই ১২ জন কে eliminate করে ইতিহাস তৈরি করে। তাছাড়াও বহুদিন পর রিটার্ন করল Road Dogg আর Billy Gunn এর The New Age Outlaws। ২. February - Elimination Chamber এটাছিল বছরের ২য় পিপিভি। এটা একটা পুরনো এবং Traditional ইভেন্ট। এটা তে দর্শকের মেইন আকর্ষণ ছিল The Wyatt Family (Bray Wyatt, Luke Harper and Erick Rowan) vs. The Shield (Roman Reigns, Seth Rollins and Dean Ambrose) . কিছুদিন আগেও এই টিম দুটি ছিল বর্তমানের সবথেকে টিমের মধ্যে অন্যতম । তাদের ফিউডের একটা ম্যাচ ছিল এটি। ৩. April - WrestleMania আসাকরি এটা সম্পরকে বিশেষ করে কিছু বলতে হবেনা। রেসেল মেনিয়া হল সমগ্র পৃথিবীর সবথেকে বড় এবং সবচেয়ে ব্যায় বহূল পি পি ভি। এই বছর এটা ছিল আরও বৃহৎ। এই বছর ছিল রেসেল মেনিয়া এর ৩০ তম বার্ষিকী । শুরুটাও ছিল অসাধারন । Hulk Hogan , Stone Cold Steve Austin আর The Rock এর মতো Legend দের নিয়ে। এটার সবগুলি ম্যাচ ছিল ফ্যানদের পছদের। তাই কোন তাকেই বাদ দেয়া যায়না। বিশেষত Brock Lesnar vs. The Undertaker,Daniel Bryan vs Triple H এবং Daniel Bryan vs Batista vs Randy Orton এই ম্যাচগুলো। তাছাড়া ও Hall Of Fame শো ত ছিলই। ৪. May- Extreme Rules এটা বেশ কয়েক বছর ধরেই Fan-Favourite . কিন্তু এই বছর এটা ছিল একেবারে Extreme। এটা তে প্রদানত দর্শকদের আকর্ষণ ছিল Daniel Bryan এর টাইটেল শট । যেটা সে পেয়েছিল YES ! Movement এর দ্বারা। তাছারাও The Shield (Dean Ambrose, Seth Rollins and Roman Reigns) vs Evolution (Triple H, Randy Orton and Batista) ম্যাচটাও দারুন ছিল। ৫.June-Payback Classic একটা ইভেন্ট ছিল এই বছরে। কিন্তু Seth Rollins প্রতারণা করায় সবার মন ভেঙ্গে যায়। ৬. June- Money in the Bank এটাতে দেখার মতো ছিল Seth Rollins এর MR.MITB হওয়া আর John Cena এর টাইটেল পাওয়া । ৭. July-Battleground এটাও ভাল ছিল। এখানে উল্লেখ যোগ্য ছিল Chris Jericho vs Bray Wyatt, John Cena vs Kane vs Randy Orton vs Roman Reigns এবং 19- man battle royal for the vacant WWE Intercontinental Championship ৮. August-Summer Slam Theres All Ways A plan C . হ্যাঁয় Summer Slam মুল আকর্ষণ ছিল Brock Lesnar vs John Cena। আমি দৃঢ় বিশ্বাস করি যে এই ১৬ টা German Suplex বহুদিন ধরে কেউ ভুলতে পারবে না। বিশেষত John Cena। ৯.September-Night of Champions এটা তে Seth Rollins মাতবরি করায় John Cena হেরে যায়। জার ফলে তাদের ফিউড হয় এবং যেটা এখন চলছে। ১০.October -Hell in a Cell এটা তে দুত অস্থির করা খেলা ছিল। যদিও এটার সাথে আমরা খুবি অভস্ত । Seth Rollins vs. Dean Ambrose ,John Cena vs Randy Orton 11.November- Survivor Series এটার ছিল এক্তাই আকর্ষণ Team Cena (John Cena, Dolph Ziggler, Big Show, Erick Rowan and Ryback) defeated Team Authority (Seth Rollins, Kane, Mark Henry, Rusev and Luke Harper) (with Triple H, Stephanie McMahon, Jamie Noble, Joey Mercury and Lana) । এই ম্যাচটাতে Authority কে হরানোতে WWE এর Creative তিমের প্রকাস পায় . ১২. December - TLC এটা ছিল এবছরের সেস পি পি ভি । এটা WWE এর সবথেকে Extreme ইভেন্ট গুলির অধে একটি। এবার এটা ছিল এক অন্য লেভেলে Stair অর্থাৎ সিঁড়ি যোগ করায়। আম্র মতে এটার সবচেয়ে ভাল ম্যাচ ছিল John Cena vs Seth Rollins। একন নিশ্চয়ই এবছরের সবকটি পিপিভি সম্পরকে আপনাদের ধারনা হয়েছে। এসবকটির মধ্যে আপনার কোনটা ভাল লেগেছে ?.... #Shobuj_d_Blue_River :)
Posted on: Wed, 17 Dec 2014 01:59:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015