♦ চুলে লেগে যাওয়া - TopicsExpress



          

♦ চুলে লেগে যাওয়া চুইংগাম ওঠানোর কৌশল ♦ .. চুলে চুইংগাম লেগে গেলে সেটা ওঠানো রীতিমত যুদ্ধের ব্যাপার। ছোট বাচ্চারা দুষ্টুমি করে একে অপরের অথবা বড়দের চুলে লাগিয়ে দিতে পারে চুইংগাম। চুইংগাম এঁটে থাকা চুল কেটে ফেলা ছাড়া আর কোনও উপায় পাওয়া যায় না। এরপর অসমান দৈর্ঘ্যের সেই চুল নিয়ে বিব্রত থাকতে হয় বেশ কিছুদিন। এত ঝক্কি পোহাতে হবে না আর আপনাকে। খুব সহজেই চুল থেকে বিরক্তিকর চুইংগাম ওঠাতে পারবেন আর তার জন্য দরকার হবে একটু লবণ আর কয়েক টুকরো বরফ। চুলে চুইংগাম আটকে গেলে জোর করে চুল থেকে তা ছাড়াতে যাবেন না। সেটা আরও বেশি চুলে আটকে যাবে। চুলকে আগে একটু লবণ জলে ভিজিয়ে নিন। লবণ জল দিলে কি হবে জানেন? সেই ভেজা চুলের তাপমাত্রা কমে আসবে। এর পর চুলে আটকে থাকা চুইংগামের ওপরে বরফের টুকরো ঘষুন। লবণ জলের কল্যাণে বরফ গলতে সময় লাগবে এবং বরফ ভালোভাবে কাজ করবে। বরফের প্রভাবে ঠাণ্ডা হয়ে শক্ত হয়ে আসবে চুইংগামের টুকরোটি। ফলে এটি সহজেই চুল থেকে আলাদা হয়ে যাবে, ফলে আর চুল কেটে চুইংগাম আলাদা করা লাগবে না! .. নতুন কিছু জানলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।
Posted on: Thu, 31 Oct 2013 15:12:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015