চুড়ান্ত মডেল - TopicsExpress



          

চুড়ান্ত মডেল টেস্ট পূর্ণমান-১০০ সময়-৩ঘন্টা ১।টিকা লিখ (যেকোন ৫টি): ১x৫=৫ Tag, Poke, Notifications, Group, Subscriber, Privacy, Comment. ২।পূর্ণরূপ লিখ (যেকোন ৫টি): ১x৫=৫ OMG, HRU, LOL, HBD, BTW, ASL. ৩।রচনামূলক প্রশ্ন (যেকোন ৪টি) : ৪x১০=৪০ ক) একটি ফেবু একাউন্ট খোলার পদ্ধতি বর্ণণা কর । খ) টাইমলাইন কি ? ফেসবুক টাইমলাইনের প্রয়োজনীয়তা বর্ণণা কর । গ) সংক্ষেপে ফেসবুক তৈরীর ইতিহাস লেখ । ঘ) সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুকের ভূমিকা বর্ণণা কর । ঙ) ফেসবুক ও টুইটারের মধ্যে ৫টি পার্থক্য লেখ । চ) ফেসবুক পেজের গুরুত্ব বর্ণণা কর । ৪।ভাবসম্প্রসারন কর (যেকোন ১টি): ১x১০=১০ ক) কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুঁলিতে, ফেসবুক বিনা সুখ লাভ হয় কি মহীতে । অথবা, খ) একাউন্ট তৈরী করার চেয়ে রক্ষা করা কঠিন । ৫। কথোপকথন তৈরী: ১x১০=১০ টিংকু ও টুনির ফেসবুকে নতুন বন্ধুত্ব হয়েছে । তাদের চ্যাটের কিছু অংশ নিজের ভাষায় লেখ । ৬। পত্র দরখাস্ত লেখ (যেকোন ১টি): ১x১০=১০ ক) মনেকর তোমার ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে গেছে । তুমি ফেসবুকে লগইন করতে পারছ না । এখন প্যাকেজ কেনার টাকা চেয়ে তোমার বাবার কাছে একখানা পত্র লেখ । অথবা, খ) ফেসবুক আছে কিন্তু ফেসবুক রাখার কোন লাইব্রেরী নেই । এজন্য ফেবু ব্যবহারকারী দের অনেক সমস্যা হচ্ছে । তাই যত তাড়াতাড়ি সম্ভব একটি ফেসবুক লাইব্রেরী স্হাপনের জন্য ফেসবুক কর্তৃপক্ষের নিকটা একটি আবেদন পত্র লেখ । ৭।যেকোন একটি বিষয়ে রচনা লেখ: ১x২০=২০ ক) ফেসবুক আশীর্বাদ না অভিশাপ । খ) ফেসবুক প্রেম । গ) ফেসবুক গ্রুপ ও এর প্রয়োজনীয়তা । ঘ) একটি ফেসবুক পেজের আত্নকাহিনী । ঙ) ফেসবুক হ্যাকিং সমস্যা ও প্রতিকার । ।। মজা পাইলে LIKE দিতে no কিপ্টামি ।।(copy)
Posted on: Sat, 20 Jul 2013 16:32:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015