ছাগী সীমা ছাড়াইসে - TopicsExpress



          

ছাগী সীমা ছাড়াইসে ,পরিণতি ভালো হবেনা। -_- ফুটবল না বুঝে অন্য উদ্দেশ্যে ফুটবল কমিউনিটিতে (পড়ুন বার্সা কমিউনিটিতে) আইসা বাড়াবাড়ি শুরু কইরা দিসোস!! বলি সেন্স কি এতোটাই কম যে এসব কইরা বেড়াও? এসব কুত্তির কথা লিখতে যেয়েই হাসি পাইতেছে। তবে বিগ বাশ আইতাছে সো সবাইরে হালকা হিন্টস দিয়ে রাখলাম আর কি! এ্যাটেনশন গ্রো করার জন্য ছ্যাবলামি করো? তওবা, আস্তাগফিরুল্লাহ। ঘাড়ে উঠে আবার মাথায়েও চড়ে গেছে ছেড়ি! আসল চেহারা সবার সামনে আসবে তখন কি করবে ছেড়ি?? লোল। ড্রামার জন্য ওয়েটিং কর। আসলে দুদিনের ঐ আবালরে নিয়ে কথা বলে নিজের মূল্যবান সময় এবং পোস্ট নষ্ট করছি কিন্তু বিষয়টা যখন ভেতর ভেতর এতোদূর চলে গেছে তখন ডাইহার্ড বার্সা ফ্যান হয়ে এবং বার্সা কমিউনিটির অন্যতম এ্যক্টটিভ মেম্বার হয়ে কথা বলতেই হচ্ছে। দুঃখিত এখন কিছু ব্রডকাস্ট করুম না। শুধুই হিন্টস দিলাম। পুরো কাহিনী পরে ব্রডকাস্টিং হবে। অপেক্ষায় থাকুন। দয়া করে এই ব্যাপারে আমারে কোনো প্রশ্ন করবেন না কারণ আমি এখন কিছু বলার যথাযথ সময় মনে করছি না শুধুমাত্র কারো রিকুয়েস্টের কারণে। সময় হলে সব জানতে পারবেন। কমেন্টে কোনো Guess করবেন না প্লিজ। এইসবরে রোনালদোর মতো ফ্রি কিক দিয়ে আউট করতে হবে। (শুধু বাশ হপে, কথা হপেনা, অকা ফ্রান্স? ) ;) waiting for Drama ;) Visca el Barca
Posted on: Sun, 27 Jul 2014 14:02:55 +0000

Trending Topics



xial AX90035 SCX10 12 Jeep
...B Trading Warehouse... ...the... ...very last
advanced technology world ... Messa di Voce (2003: Golan Levin,
(lettr to nalayak principl) Salam sale! yeh bata kaun
arcelikozelservis keciorenkombiservis keciorenbeyazesyaservis

Recently Viewed Topics




© 2015