ছাগলনাইয়ায় ছাত্রীর - TopicsExpress



          

ছাগলনাইয়ায় ছাত্রীর হিজাব খুলে নেয়ায় ছাত্রলীগ কর্মীর কারাদণ্ড ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুরে এক মাদরাসা ছাত্রীর পথ রোধ করে টেনে হিজাব খুলে নেয়ার অভিযোগে এমদাদুল হক রনি (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে গতকাল ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম গতকাল ওই সাজা দিয়ে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তাকে গত রোববার বিকেলে মির্জারবাজার থেকে পুলিশ আটক করেছিল। পুলিশ ওপএলাকাবাসী জানান,ছাগলনাইয় া ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ওই ছাত্রী মাদরাসায় যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করত দক্ষিণ যশপুর গ্রামের মজুমদার বাড়ির নিজাম উদ্দিন ওরফে বতইয়ার বখাটে ছেলে এমদাদুল হক রনি। সরকারদলীয় কর্মী হওয়ায় তার ভয়ে কেউ প্রতিবাদ করত না। গত বুধবার মাদরাসা থেকে বাড়ি যাওয়ার পথে দুপুরে মির্জারবাজারের পাশে বিজিবি সড়কের ব্রিজের ওপর পৌঁছলে মেয়েটির পথ রোধ করে রনি তাকে নানা অশালীন কথা বলে উত্যক্ত করে এবং জোরপূর্বক তার মুখের হিজাব খুলে ফেলে। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রোববার বিকেল ৫টার দিকে এসআই মাহফুজ মির্জারবাজারথেক ে রনিকে গ্রেফতার করেন।
Posted on: Mon, 07 Oct 2013 18:49:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015