ছোট বেলায় একটা গান প্রায় - TopicsExpress



          

ছোট বেলায় একটা গান প্রায় ই গুন গুন করে গেয়ে উঠতাম আর তা হল - একতা ,শান্তি , শৃঙ্খলা জ্ঞানের পথে এগিয়ে চলা , আজ আমাদের লিখা পড়া, বড় হয়ে দেশ গড়া । আজ বয়সে আগের থেকেও প্রবীণ । লিখা পড়া তেমন না করলেও বাংলায় লিখে মনের ভাব প্রকাশ করতে পারি । কিন্তু যা পারি না তাহল হৃদয়ের অমোঘ সত্য কথা বলতে । কারনে অকারনে কখনো নিজের কখনো অন্যের কথা ভাবতে গিয়ে থমকে যাই । বুদ্ধির বিকাশ তত টা চৌকস না হলেও বিবেক মাঝে মাঝে নাড়া দিয়ে উঠে । প্রবল ইচ্ছা জাগে দেশ গড়ার । নিজের মত করে ,ঠিক স্বপ্নের পৃথিবী । যেখানে হিংসা ,বিদ্বেষ ,চুরি ,ছিনতাই ,রাহাজানি , গুম ,খুন ,ঘোষ আর থাকবে না ক্ষমতার অপব্যবহার । সবায় রাজা , সবায় প্রজা । থাকবে গণতন্ত্রের পূর্ণ প্রতিফলন । অভাব অনটনের জন্য কেউ জড়িয়ে পড়বে না অনৈতিক কর্মকাণ্ডে । একজনের বিপদে অন্য জন ধরা দিবে উষ্ণ আবেশে । যার যার দায়িত্ব সে পালন করবে যথাযথ ভাবে । শিক্ষা সংস্কৃতিতে এদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাইরের দেশে গেলে মানুষ শ্রদ্ধায় শিতিল করবে নিয়ম কানুন এর বেড়াজাল । বাংলাদেশী পাসপোর্ট দেখে কোন হোটেল মালিক বলবে না বাংলাদেশীদের ভাড়া দেয়া হয় না । বাঙ্গালী বাবু বলে কেউ অত্যুক্তির নিঃশ্বাস নিবে না ।হানাহানির রাজনীতি বন্ধ করে , জনগনের জন্য রাজনীতির বলিষ্ঠ বিধান চালু হবে । জনগনের সুখ দুঃখ দেখার জন্য রাজনীতি বিদরা নিরাপত্তা দেহ রক্ষী বিহীন চলবে লোকালয়ের পথে ঘাটে । ভয়ে নয় শ্রদ্ধায় মানুষ জানাবে শান্তির অম্লান বানী - আপনার উপর রহমত বর্ষিত হোক ।-------------------------------আসমা আক্তার। When was younger used to sing a song times to times and it is -The unity , peace and wisdom for going ahead ,today is the read and write then build up country. Today the venerable old age .Although not much educated but can express mind,s feeling by writing Bengali .But which can not express is the mind,s original truth talk . That challenge be ever stopped with reason or without reason thinking myself or sometimes for others .The develop of greater understanding although not so much sharp the hidden mind sometimes stirred up .To build up a nation desired a great feelings.Like yourself ,just a dreamy world .Where there is no violence ,hatred ,theft ,extortion ,banditry ,disappearances ,murders,bribes and no abuse of power . All are king all are worker .Where there is democracy will be paid in full . Nobody will engage himself to bad work for lack of needs .In one,s danger period another will come with soft hand .Everyone will maintain itself duty with strictly ,properly .In education and culture the country will rise heads high in the world map . In the out door of country the foreign people will normal their rules and regulation in honor .By watching Bangali passport any owner of hotel will not say ,this hotel is not for rent for Bangladeshi .No one will take long breath by saying Bangali gentleman .Stopping the killing system of present politics , the politics for people will be run strictly . For observing the sorrows and happiness of peoples the politician will walk in the street to street without any body gourd .Not by fears by honor peoples will inform the great word of peace. Peace be upon on you . ------------------------------------------------------------------------Asma akter .
Posted on: Fri, 16 Jan 2015 05:40:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015