ছোটবেলা থেকেই অনেকে - TopicsExpress



          

ছোটবেলা থেকেই অনেকে বুঝে ফেলে life is a outcome of a lot of tragedy. সাথে সাথে এটাও অর্জন করে কিভাবে Tragedy থেকে উত্তরনের জন্য strategy অবলম্বন করতে হয়। জীবন একটি খেলা। অন্যান্য খেলায় হার জিত আছে। তবে এই খেলায় জিতটাই মুখ্য। এগিয়ে যেতে হবে। অনেক কঠিন মুহুর্ত পার করিআমরা। সামনে আরো অনেক কঠিন সময় আসবে। এগুলো জয় করতে হবে। হারলে চলবে না। মাঝে মাঝে এমন হয় আশে পাশের কিছু মানুষ আমাদের জীবনকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়। এদের বিরুদ্ধ আপনি প্রতিশোধ নিতে পারেন। তবে মারামারি কাটাকাটিই প্রতিশোধ হতে হবে এমন নয়। আপনি এদের নাকের ডগা দিয়ে সাফল্য লাভ করেন। দেখবেন অন্তর্দাহে এরাই আত্মজ্বালায় ভুগছে। জীবন চলবে তার নিয়মেই নিয়তির গন্তব্যে। আমাদের বুঝতে হবে সেটা কিভাবে চলবে, কাপুরুষের মত কোনমতে না কি বীরের মত শ্রেষ্ঠ রুপে। কোনমতে জীবন পরিচালনার নাম জীবন নয়। আগেই ভাগ্যকে দোষে লাভ নেই। চেষ্টা করা প্রয়োজন। ভাগ্য আমাদের গলায় ঝুলানো আছে। আমাদেরকেই গন্তব্যে পৌছাতে হবে। তারপর আল্লাহর সহায়তা আসবে। চেষ্টার সাথে সাথে প্রার্থনাও করতে হবে। রিযিক যে তাঁর হাতে। প্রার্থনা কবুল না হলে সব চেষ্টায় বৃথা।
Posted on: Sat, 09 Aug 2014 05:45:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015