ছোটবেলায় আমরা অনেক অনেক - TopicsExpress



          

ছোটবেলায় আমরা অনেক অনেক স্বপ্ন দেখি স্বপ্ন দেখি নতুন বছরে কিংবা সম্পর্কের শুরুতে ভার্সিটিতে যাবার আগে, এমনকি প্রতি সেমিস্টারে . . সেই স্বপ্ন হাত দিয়ে ধরতে গেলে আমাদের আর স্বপ্নের মাঝে এক অদৃশ্য দেয়াল এসে পড়ে দেয়াল দেখে পালায় অনেকে আবার কেউ কেউ দেয়াল ভাঙ্গার চেষ্টা করে যদিও পাথর- শক্ত কঠিন সেই দেয়াল, যাকে আঘাত করতে গিয়ে ক্ষতগুলোর ব্যথায় কুঁকড়ে কুঁকড়ে উঠি, আর পিছন থেকে শুনি, হেয় মার্কা টিটকারির ধ্বনি হজম করতে না পেরে, সামনে আগানোর চিন্তা বাদ দিয়ে, দুশ্চিন্তায় পড়ে যাই সাহস কমে গিয়ে, ভয় জাগ্রত হয়, ব্যর্থতার ভয়, আর সেই ভয় থেকেই, নিজের এবিলিটিকে আন্ডার ইস্টিমেট করি ছাইড়া দে মা কাইন্দা বাঁচি বলে পালাই . . এইসব ক্ষেত্রে, একটু পিছন ফিরে নিজেকে প্রশ্ন করেন, Do you really had the courage to dream আমার উত্তর হচ্ছে, If you decided to give up, you didnt have the courage to dream . . আজকে আমি আমি জানতে চাই না, আপনি নতুন বছরে কি স্বপ্ন দেখতেছেন বা কি প্ল্যান বানাচ্ছেন বরং আমি জানতে চাই, আপনি আগের বছরগুলোতে কি কি স্বপ্ন দেখছিলেন, কেনো ছেড়ে দিছিলেন কেনো হাত পা ঘুটিয়ে নিছিলেন সমালোচনাকারীদের খুশি করতে গেছিলেন . . আপনার স্বপ্ন ছোট বা বড় থাকুক না কেনো সেটা হতে পারে দেশকে পরিবর্তন করার কিংবা কোনো সাবজেক্টে এ প্লাস পাবার সেই স্বপ্নটা আবার খুঁজে বের করেন প্যান্টের পকেট থেকে হাত দুইটা বের করে একটু পানির ছিটা দিয়ে নিজের মোহ কাটিয়ে তুলেন, এখুনি ইয়েস এখনই, কারণ - The time is always right to do whats right - মার্টিন লুথার কিং
Posted on: Thu, 01 Jan 2015 15:34:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015