ছোটবেলায় ড্রয়িং কোর্সে - TopicsExpress



          

ছোটবেলায় ড্রয়িং কোর্সে ‘প্রাকৃতিক দৃশ্য’ আঁকার কথা মনে আছে কার কার? ঐ যে ডানপাশে নদী, কিছু নৌকা বাঁধা ঘাটে, দুটি বাড়ি, ছোট একটা সবজি বাগান, বড় একটা গাছ, পেছনে পাহাড়, নীল আকাশ, কিছু উড়ন্ত পাখি, একটি সূর্য... এইরকম-ই তো না? সেদিন ছোট ভাইকেও দেখছিলাম একি রকম করেই আঁকছে। আমার আব্বু-আম্মুরাও এই রকমই এঁকেছে। আমি নিশ্চিত সামনের জেনেরেশান ও এই দৃশ্যই আঁকবে। কি মনে করে বলে ফেললাম, নদীটা ডানপাশে না দিয়ে বামপাশে দে। বলে, ওমা! বলো কি? টিচার নাম্বার কেটে দিবে। এ-প্লাস মিস হবে, কি সব উল্টা-পাল্টা বলো! কিচ্ছু বোঝোনা! যাও, যাও সরো! আমি জানি, যে প্রাকৃতিক দৃশ্য সে আঁকছে সে দৃশ্য সে কখনই দেখেনি। এটাও জানি, যা সে দেখছে তা কেউ আঁকতে বলছেনা। সবারই এ-প্লাস মিস হওয়ার ভয়। ঘটনা বুঝতে পারছেন? কি হতে যাচ্ছে সামনে? মনে হয় না। আসেন বুঝাই। আমরা সবাই-ই অনেকটা এই প্রক্রিয়ায় বড় হচ্ছি। আমাদের বলে দেয়া হচ্ছে কি দেখতে হবে, শিখতে হবে, বলতে হবে, আঁকতে হবে... আমি কি দেখছি বা ভাবছি তার কোন পাত্তাই নাই এই এ-প্লাসের যুগে। সৃজনশীলতা? সেটা আর ভাইঙ্গা বললাম না। যাই হোক, সেই আমাকেই আবার বড় হওয়ার পর বলা হচ্ছে “Think outside of the Box”. আরে শালা, outside of the Box চিন্তা করুম কেমনে? যখন আমার চিন্তার পরিধি বিস্তৃত করার সময় তখন সমস্ত চিন্তার ক্ষেত্র একই ফ্রেইমে বন্দি করে রাখছিস তোরা। কি সাংঘাতিক! সবার চিন্তা এক ফ্রেমে? একি রকম! সামান্য নদী ডান দিক থেকে বাম দিকে নেয়ার সেই গাট্‌স এই ছেলেমেয়েদের নাই। ভবিষ্যতে দেশের পক্ষে কথা বলবে এরা? দেশ বাদ দেন না ভাই, নিজের অধিকার নিয়েও কি কথা বলার সাহস আছে এদের? গুঁড়ে দেয়া হচ্ছে সেই গাট্‌স। এ-প্লাসের কলা দেখিয়ে। লিডার হবে এরা? হাসাইয়েন না পিলিজ। সামনে বড় বিপদ বাংলাদেশের! মেধাশুন্য ও সাহসহীন হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। সমাধান কি আছে আদৌ? জি ঠিক ধরেছেন। সমাধান আছে। এই বিষয়টি নিয়েই কাজ শুরু করছি আমরা- ‘মেইড ফর বাংলাদেশ’। একদল তারছেড়া পাবলিক নিয়ে আমরা প্রস্তুত। দরকার আরো কিছু তারছেড়া এবং বাংলাদেশের জন্য পাগল কিছু মানুষ। আমরা এই বাচ্চাগুলোকে ‘এ ফর অ্যাপল, বি ফর বল’ নয়, বরং, ‘বি ফর বাংলাদেশ’ শেখাতে চাই। আমাদের সাথে কাজ করতে কিংবা কোন মতামত বা অভিমত জানাতে যোগাযোগ করতে পারেন “Made for Bangladesh” গ্রুপের মাধ্যমে। https://facebook/pages/Made-for-Bangladesh-Foundation/216266451916501
Posted on: Tue, 06 Jan 2015 12:27:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015