ছোটবেলায় যত ছোটগল্প - TopicsExpress



          

ছোটবেলায় যত ছোটগল্প পড়েছি তার অনেকগুলোতেই ইঁদুর ছিলো অত্যন্ত কিউট কিসিমের চরিত্র । ক্লাস থ্রী-এর বইয়ের শহুরে ইঁদুর, গেঁয়ো ইঁদুর থেকে শুরু করে পেঁয়াজের দোকানের ইঁদুর, খুকীর পুতুলের খাবার খেয়ে নেয়া ইঁদুর, গণেশের বাহন ইঁদুর, কত্তরকম ইঁদুরের সাথে যে পরিচিত হয়েছিলাম গল্পের বইয়ে ! ইঁদুরের প্রতি তাই একধরণের ভালোলাগা তৈরী হয়ে গেছিলো তখন থেকেই । অবশ্য বড়বেলার রকম-সকমই আলাদা । গল্প আর জীবন যেহেতু আলাদা । ঘরে একটা ইঁদুর এসছিলো, দুইদিন আগে । আমি ভয়েই অস্থির, কাপড়চোপড় বই-খাতা সব সাড়ে সব্বনাশ হয়ে যাবে । কিন্তু অত কিউট একটা জিনিস, মায়াও তো লাগে দেখতে, কেমন ফড়ফড় করে ঘুরে ঘুরে বেড়ায় সারাক্ষণ ! আমার মারতে ভয় এবং কষ্ট দুইটাই লাগে, তাই বুয়াকে বলেছি, বুয়া ঝাড়ুপেটা করে টয়লেটের প্যানে চালান করে দিয়ে দিয়েছে । আহা রে, অবলা প্রাণী ! এইজন্যই কবি বলে গেছেন, Survival for the fittest !
Posted on: Wed, 07 Jan 2015 06:04:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015