ছোট্ট একটি মেয়ে একদিন - TopicsExpress



          

ছোট্ট একটি মেয়ে একদিন তার বাবাকে বলল, বাবা জানো, আজকে আমার টিচার আমাকেজিজ্ঞেস করলেন, “তোমার বাবা কি করেন?” তুমি কি উত্তর দিয়েছো মামনি? আমি বলেছি, “আমার বাবা চকলেটের ফ্যাক্টরিতে কাজ করে। তাই অফিস থেকে ফিরবারসময় আমার জন্য অনেক চকলেটনিয়ে আসে। আমার বাবা আইস্ক্রিমের দোকানেও কাজ করে। কারণ আমি যখন যে ফ্লেভারের আইস্ক্রিম খেতেচাই, সেটাই এনে দেয়। আমার বাবার একটা পুতুলের দোকানও আছে। সেখান থেকে বাবা আমার জন্য টেডি বিয়ার নিয়ে আসে। বাবা আপনার মতো টিচারের কাজও করে। আর আমাকেহোমওয়ার্ককরতে সাহায্য করে। আমার বাবা সারাদিন অনেক কষ্ট করে...” আমি ঠিক বলেছি না বাবা?? বাবা তার পুতুলটিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরেন আর বলেন, “হ্যাঁ মামনি, ঠিক বলেছো।” মেয়েরা যতই বড় হোক না কেন, সারাজীবন বাবার রাজকন্যা হয়েই থাকে...
Posted on: Tue, 16 Jul 2013 10:13:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015