ছোট্ট রাসেলের শেষ আকুতি - TopicsExpress



          

ছোট্ট রাসেলের শেষ আকুতি টলাতে পারেনি খুনীদের মন “আল্লাহ’র দোহাই আমাকে জানে মেরে ফেলবেন না। বড় হয়ে আমি আপনাদের বাসায় কাজের ছেলে হিসেবে থাকবো। আমার হাসু আপা দুলাভাইয়ের সঙ্গে জার্মানীতে আছেন। আমি আপনাদের পায়ে পড়ি, দয়া করে আপনারা আমাকে জার্মানীতে তাদের কাছে পাঠিয়ে দিন” মৃত্যুর আগে খুনীদের কাছে এই আকুতি ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের। তবে সেদিন রাসেলের এই আর্তচিৎকারে খোদার আরশ কেঁপে উঠলেও টলাতে পারেনি খুনী পাষাণদের মন। বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যের মত এই নিষ্পাপ শিশুকেও পঁচাত্তরের পনেরই আগস্ট ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। Killers Did Not Respond To Sheikh Russell’s Last Appeal For Gods sake dont kill me. When I grow up, I will work at your house. My Hashu Apa and my brother-in-law are in Germany. I beg you to send me to them, kindly. Moments before he was shot to death, this was the last appeal of Bangabandhus youngest child, Sheikh Russell. But the pitiable plea of the baby shook the Heavens but it did not elicit sympathy among the killers that day. Like all other members of Bangabandhus family, this little child was also killed in cold blood.
Posted on: Mon, 11 Aug 2014 18:34:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015