ছেলেঃ আমাকে তুমি বিয়ের - TopicsExpress



          

ছেলেঃ আমাকে তুমি বিয়ের পরেও এভাবেই ভালোবাসবে? মেয়েঃ ভালোবাসা? সেটা আবার কি? আমি তোমাকে ভালো- টালো বাসতে পারবো না... ছেলেঃ মেয়েঃ আমি তোমাকে ভালবাসতে পারব না কিন্তু তবে তুমি যখন দেরী করে বাড়ী ফিরবে আমি রাত ভোর জেগে তোমার জন্যবসে থাকতে পারি... যখন বৃষ্টিতে ভিজে আমাকে sorry বলবে আমি বকা দিতে দিতে তোমার মাথা মুছিয়ে দিতে পারি... তুমি যখন জ্বরের ঘোরে বেহুঁশ হয়ে থাকবে আমি তোমার হাত ধরে বসে থাকতে পারি... তুমি যখন কাজের চাপে ঘন্টার পর ঘন্টা Computer এর সামনে বসে থাকবে আমি খাবার Table এ তোমার জন্য অপেক্ষা করতে পারি...। jihad
Posted on: Wed, 09 Oct 2013 06:44:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015