ছেলেটা ক্লাসের 1st boy ছিল । - TopicsExpress



          

ছেলেটা ক্লাসের 1st boy ছিল । মেয়েটা ছিল ওর Classmate. একদিন ছেলেটামেয়েটাকে propose করল। ছেলে: আমি তোমাকে ভালবাসি... মেয়ে: তো আমি কি করবো? ছেলে: আমি তোমাকে বিয়ে করতে চাই মেয়ে: তোমার যোগ্যতা কি আছে যে আমায় বিয়ে করবে? ছেলে: আমি ক্লাসের 1st boy.পাস করেবেরোবার পর কিছুনা কিছু ঠিক পেয়ে যাবো । মেয়ে: আমি অন্য কাউকে ভালবাসি । আর তার মাসিক salary 45000 টাকা ।তুমি যদি পড়া শেষ করার পর তিন বছরের মধ্যে তার থেকে বেশি income করতে পারো.আমি তোমায় বিয়ে করবো । তিন বছর পর ছেলেটা মেয়েটার সাথে দেখা করতে গেল ।আজ সেএকজন physics এর নামকরা scientist. গতকাল ইবিদেশ থেকে ফিরেছে । নির্দিষ্ট জায়গায় মেয়েটা হাতে ফুল নিয়ে বসে আছে । আজ সে খুব সুন্দর করে সেজেছে । ছেলেটাকে দেখেই মেয়েটি ছুটে গিয়ে তাকে জড়িয়েধরল । খিলখিল করে হাসতে হাসতে বলল -- I love u ... will u marryme... ছেলেটিও মেয়েটিকে শক্ত করে জড়িয়ে ধরল..আজ তার খুব খুশীর দিন...এটাই তো সেচেয়েছিল ।♥ ছেলেটা চোখ দুটো বন্ধ করল,তারপর মেয়েটার কানে কানেবলল-- যে অন্য কারোর জন্য নিজের এতোদিনের ভালবাসা কে ছেড়ে চলে আসতে পারে তাকে আমি করিনা....sorry তোমাকে আমি বিয়ে করতে পারছি না.... মরাল- (বিশ্বাস একবার চলে গেলে আর ফেরত আসে না)
Posted on: Wed, 28 Aug 2013 10:11:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015