ছবির যে অসহায় দুইজনকে - TopicsExpress



          

ছবির যে অসহায় দুইজনকে দেখা যাচ্ছে তারা হল ৮ আর নয় বছরের দুটো বোন সুমি আর প্রিয়া। ওদের অপরাধ ওরা ক্ষুধার যন্ত্রনা সহ্য করতে না পেরে একটা রুটির অর্ধের টুকরো চুরি করেছিলো। ঘটনাটি ঘটেছে ঢাকার একটি বিখ্যাত পাঁচতারা হোটেলের নীচে। নাগরিক শোভা বর্ধনে যে শহরে কয়েক মিলিয়ন টাকা আলোয় ভাসিয়ে দেয়, যে শহরে কয়েক ঘন্টার বিনোদনের চাকচিক্যে নগরবাসীরা প্রায় ছয়কোটি টাকা বিকিয়ে দেয়-সেই শহরেই এই দুই অসহায় শিশু ক্ষুধার যন্ত্রণায় একটি রুটির অর্ধেক চুরি করে -অন্যায়ের প্রতিবাদকারী, প্রতিরোধকারী জনতার হাতে নির্মম,নিষ্ঠুরভাবে প্রহারের স্বীকার হয়। এখানে ব্যাংক চুরি হয়, ব্রীজ চুরি হয়, খাম্বা চুরি হয়, শেয়ার মার্কেট চুরি হয়, আইন চুরি হয়, আদালত চুরি হয়, ম্যাকাপ চুরি হয়, পত্রিকা চুরি হয়, পদ চুরি হয়, মুক্তিযু্দ্ধ চুরি হয়, সার্টিফিকেট চুরি হয়, লাশ চুরি হয়- আরো কত কিছু চুরি হয় সে প্রসঙ্গে আর নাই বা গেলাম। শুধু বিক্ষুদ্ধ জনতার হাত থেকে বাঁচার জন্য ওদের অসহায় ,ভয়ার্ত, ভীতবিহ্বল চোখ দুটো আর একবার দেখি -আর দেখি ওদের মিনতি। কুত্তার বাচ্চাগুলারে বাচিয়ে রাখছে কেন?? আর দেশের কর্তারা, দেশের বিবেক, দেশের সরকার কি এটা দেখছে না যে একটুকরা রুটির জন্য এদেশে এখনো শিশুরা নির্যাতিত হচ্ছে কতগুলা জানোয়ারের হাতে।। হায়রে দেশের বিবেক।। এদের অপরাধ এরা ক্ষুধার জালায় একটুকরা রুটি চুরি করছে,আর যারা দেশের সম্পদ চুরি করছে ওদের কি করা উচিত?? জাতির বিবেকের কাছে আমার প্রশ্
Posted on: Mon, 13 Oct 2014 06:31:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015