জি এফ - TopicsExpress



          

জি এফ দরকার। যোগ্যতা- বয়সঃ ক্লাস টেন (এস এস সি পাশ হলেও চলবে) শিক্ষাগত যোগ্যাতাঃ নবম শ্রেণি পাশ। জীবনে লাইফে একটিও ফেল থাকা যাবেনা। উচ্চতাঃ ৫ফুট ২ ইঞ্চি পার্শতাঃ বেশী মুটু হওয়া যাবেনা আবার এক্কেবারে চিকন হওয়া যাবেনা। ওজনঃ ছোটখাট একটা চাউলের বস্তার সমান। এছাড়াও অসময়ে আমাকে ঘুম থেকে জাগানো যাবেনা,ইচ্ছানুযায়ী প্রতিদিন যেকোন সময় মার্কেটে যেতে পারবে(বিয়ের পর) তবে সবজির মার্কেট হতে হবে,প্রিয় কালার অবশ্যই ফেবার কাস্টেল হতে হবে সারাজীবনের ওয়ারেন্টি দিতে হবে(সম্পর্ক নষ্ট হলে যেন আবার জোড়া লাগে),ভবিষ্যতে ডাক্তার হওয়ার চিন্তাভাবনা থাকতে হবে যেন আমি পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারি,গনিতে কাঁচা হতে হবে যেন আমি চুপ করে টাকা নিলে বুঝতে না পারে,কারাতে জানলে হবেনা,রাতে নাক ডাকা যাবেনা এবং সবচেয়ে কঠোর বিষয় হল ফেসবুক এ আইডি থাক যাবেনা। এরকম যোগ্যতার কেউ থাকলে কমেন্ট কর :P (kopi marci) ওহ বলতে ভুলে গেছি শুভ সকাল :)
Posted on: Fri, 01 Nov 2013 02:02:54 +0000

Trending Topics




© 2015