জাকির‘স বিসিএস - TopicsExpress



          

জাকির‘স বিসিএস স্পেশালস 1 : বিশ্বগ্রাম ধারনার প্রবক্তা কে? উত্তর : মার্শাল ম্যাকলুহান। নেপাল একমাত্র দেশ যে দেশের পতাকা চতুর্ভুজ ---নয় ! 2 : Knowledge is power’ was stated by- উত্তর : Hobbes. 3 : ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থটির রচিয়তা কে? উত্তর : ড. নীলিমা ইব্রাহিম। 4 : মানবদেহে প্রতিদিনের আয়োডিনের চাহিদা কতটুকু? উত্তর : ১৫০-২০০ মাইক্রোগ্রাম। 5 : বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? উত্তর : ৫টি। 6 : What is the meaning of the idiom Soft Soap’ উত্তর : Flattery for self motives 7 : জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে-পঙতিটির রচয়িতা কে? উত্তর : সুফিয়া কামাল। 8 : আইইউসিএনের কাজ কী? উত্তর : প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। 9 : সারদা পুলিশ একডেমী কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : পদ্মা। 10 : দ্রাঘিমা রেখাগুলোর আকৃতি কী রুপ? উত্তর : অর্ধবৃত্তাকার। 11 : who is the author of the novel `Three Musketeers’? উত্তর : Alexandra Dumas. 12 এ দেহে প্রাণ নেই-এ বাক্যে দেহে কোন কারকে কোন বিভক্তি? উত্তর : অধিকরণে সপ্তমী। 13 : প্রকৃতির সবচেয়ে শক্ত বস্তু কী? উত্তর : হীরক। 14 : এক সময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম কি ছিল? উত্তর : গৌড়। 15 : মহাশূণ্যে মনুষ্যবাহী যান উৎপেক্ষনকারী তৃতীয় দেশ কোনটি? উত্তর : গৌড়। 16 : মহাশূন্যে মনুষ্যবাহী যান উৎপেক্ষপনকারী তৃতীয় দেশ কোনটি? উত্তর : চীন। for my bcs specials like > http:facebook/664300020304635
Posted on: Sat, 22 Nov 2014 08:06:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015