জাতীয় পরিচয়পত্রের ছবি - TopicsExpress



          

জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে গেসিলাম কালকে এন্ড হোয়াট আই এক্সপেক্টেট ওয়াস বিয়ন্ড মাই ইমেজিনেশন । ওদের তোলার টেকনিক দেখে আমি হাসি আর কান্না থামাতে পারছিলাম না । Canon EOS 1000D এর মধ্যে 18-55 লেন্স 18mm ফোকাল লেন্থ এ রেখে ঠিক মুখের সামনে রেখে ভয়াবহ Barrel Distorted ছবি তোলা হচ্ছিল । আর ক্যামেরার কোন শাটার পরে নাই যদিও । ক্যাবল দিয়ে লাইভ ভিউ টা তাদের ওয়েব ব্রাউসারে কানেক্ট করা সো ক্যামেরা অন করলে এটা লাইভ ভিউ তে যাবে এন্ড ব্রাউসার থেকে ভিউ এর স্ক্রীনশট আকারে ছবি হচ্ছিল । আর অন্ধকার রুমে মেইন সোর্স লাইট ওর ফটোগ্রাফির ভাষায় কি-লাইট ছিলো একটা ৫০ ওয়াট এনার্জি সেভার দেট ওয়াস হেঙ্গিং যাস্ট বিসাইড দ্যা ক্যামেরা । লাস্ট এ আমার নিজের ছবি দেখার ভাগ্য হয়েছিল, তখন মনে হলো এর চেয়ে আমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি তুল্লে বেশী ভালো আসতো । সাচ ওয়াও মাচ পিক, ফাক দা সিস্টেম :@
Posted on: Sun, 26 Oct 2014 05:22:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015