জাতীয় বিশ্ববিদ্যালয়ের - TopicsExpress



          

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং পদ্ধতিতে নতুন নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে গ্রেডিং পদ্ধতিতে প্রমোশনসহ অন্যান্য বিষয়ে নিয়মনীতি যুগোপযোগী ও আধুনিকীকরণের জন্য সংশোধিত নতুন রেগুলেশন জারি করেছে। বিএ, বিএসএস এবং বিবিএসের ক্ষেত্রে : প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে তিনটি তত্ত্বীয় কোর্সে নূ্যনতম ডি গ্রেড, দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে ৫০% কোর্সে অর্থাৎ নূ্যনতম তিনটি তত্ত্বীয় কোর্সে ডি গ্রেড, তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য ৫০% কোর্সে অর্থাৎ নূ্যনতম চারটি তত্ত্বীয় কোর্সে ডি গ্রেড পেতে হবে। বিএসসির ক্ষেত্রে : প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে তিনটি তত্ত্বীয় কোর্সে নূ্যনতম ডি গ্রেড, দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে তিনটি তত্ত্বীয় কোর্সে নূ্যনতম ডি গ্রেড, তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে চারটি তত্ত্বীয় কোর্সে নূ্যনতম ডি গ্রেড পেতে হবে। অন্যান্য বিধান : প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বর্ষে এফ গ্রেড পাওয়া কোর্সগুলো ভর্তির ছয় শিক্ষাবর্ষের মধ্যে অবশ্যই ডি বা উচ্চতর গ্রেডে উন্নীত করতে হবে। তবে এফ গ্রেড প্রাপ্ত কোর্স পরীক্ষার মাধ্যমে উন্নীত করার ক্ষেত্রে ফল যাই হোক না কেন, একজন পরীক্ষার্থী সর্বোচ্চ বি+ গ্রেডের বেশি প্রাপ্য হবে না।কোনো কোর্সে এফ গ্রেড থাকলে পরীক্ষার্থী অনার্স ডিগ্রি পাবে না। তবে রেজিস্ট্রেশন মেয়াদ শেষে কোনো পরীক্ষার্থী একাধিক এফ গ্রেডসহ নূ্যনতম ১০০ ক্রেডিট অর্জন করলে তাকে পাস ডিগ্রি প্রদান করা হবে। ২০১২-১৩ শিক্ষাবর্ষের পর থেকে স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের প্রত্যেক তত্ত্বীয় কোর্সের ১০০ নম্বরের মধ্যে ইন-কোর্স পরীক্ষা ২০% নম্বরে এবং তত্ত্বীয় ফাইনাল পরীক্ষা ৮০% নম্বরে এবং ২০০৯-১০ শিক্ষাবর্ষের জন্য তৃতীয় ও চতুর্থ বর্ষে, ২০১০-১১ ও ২০১১-১২ শিক্ষাবর্ষে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের তত্ত্বীয় কোর্সে প্রতি ১০০ নম্বরের মধ্যে ইন-কোর্স পরীক্ষা ২০% নম্বরে এবং তত্ত্বীয় ফাইনাল পরীক্ষা ৮০% নম্বরে অনুষ্ঠিত হবে। প্রত্যেক বর্ষের ক্লাস শুরু থেকে ১৫ সপ্তাহের মধ্যে প্রতিটি কোর্সের অর্ধেক পাঠ্যসূচি শেষ করে পঠিত অংশের ওপর কোর্স শিক্ষককে একটি ইন-কোর্স পরীক্ষা গ্রহণ করতে হবে।
Posted on: Wed, 09 Oct 2013 09:12:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015