জাতীয়তাবাদী আন্দোলন ও - TopicsExpress



          

জাতীয়তাবাদী আন্দোলন ও তৎকালীন রাজনীতিঃ ১/ আধুনিক ভারতের জনক বলা হয় – রাজা রামমোহন রায়কে। ২/ যে আইনের মাধ্যমে ভারাতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা প্রদান করা হয় – ইলবার্ট বিল। ৩/ কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন – উমেশচন্দ্র বন্দোপাধ্যায়। ৪/ ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠা করেন – অবসর ৫/ অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক – মহাত্মা গান্ধী। ৬/ ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দেন -- মহাত্মা গান্ধী, ১৯৪২ সালে। ৭/ ‘অখন্ড ভারত’ নীতিতে আন্দোলন করেন – কংগ্রেস। ৮/ ‘পূর্ববঙ্গ ও আসাম’ নামক নতুন প্রদেশের রাজধানী ও আইনসভা প্রতিষ্ঠত হয় – ঢাকায়। ৯/ ভারতে সাধারণ নির্বাচনের নির্দেশ দেন – ব্রিটিশ প্রধানমন্ত্রী মি. এটলি, ১৯৪৬ সালে। ১০/ নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় – ১৯০৬ সালে (নবাব সালিমুল্লাহর উদ্যোগে)। ১১/ দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা হলেন – মুহাম্মাদ আলী জিন্নাহ। ১২/ ‘বেঙ্গল প্যাক্ট’ সম্পাদিত হয় – হিন্দু ও মুসলমানদের মধ্যে। ১৩/ বাংলায় প্রথম প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন – এ.কে. ফজলুল হক। ১৪/ বাংলার প্রথম মূখ্যমন্ত্রী ছিলেন – এ.কে. ফজলুল হক। ১৫/ বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে বিখ্যাত রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে – মুসলিম লীগ। ১৬/ মুহাম্মাদ আলী জিন্নাহ মুসলিম লীগে যোগদান করেন – ১৯১০ সালে। ১৭/ জালিয়ানওয়ালাবাদ হত্যাকান্ড সংগঠিত হয় – ১৯১৯ সালে । ১৮/ ভারত সভা বা ইন্ডিয়ান এসোসিয়েশন প্রতিষ্ঠা করেন -- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। ১৯/ Grand Old Man of India নামে খ্যাত – দাদা ভাই নওরোজী। ২০/ পূর্ব বাংলা ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট ছিলেন – বামফিল্ড ফুলার। ২১/ হিন্দু-মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয় – লক্ষ্ণৌ চুক্তির মাধ্যমে। ২২/ ইংরেজ ম্যজিস্ট্রেট কিংস ফোর্ডকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করে – ক্ষুদিরাম। ২৩/ স্বরোজ দলের নেতা ছিলেন – চিত্তরঞ্জন দাস। ২৪/ ঢাকায় ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয় – ১৯২৬
Posted on: Sat, 17 Jan 2015 06:52:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015