জানেন কী পৃথিবীর - TopicsExpress



          

জানেন কী পৃথিবীর ভয়াবহ ৫টি ভৌতিক স্থান সম্পর্কে !! পৃথিবীতে ভূত বলে আদৌ কোন কিছু আছে নাকি সে নিয়ে বিতর্কের শেষ নেই । তবে বিজ্ঞান ভুতের অস্তিত্বকে স্বীকার করে না । কিন্তু তবুও মানুষ ভূত ভয় পায়, কেউ কেউ তো নিজ চোখে ভূত দেখেছে বলেও দাবিও করে । পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে ভূতদের দেখা মেলে বলে শোনা যায় ! তেমনি কয়েকটি জায়গার বর্ননা থাকছে আজকের লেখায় । চাঙ্গি বীচ, সিঙ্গাপুর: চাঙ্গি বীচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি জায়গা । ‘সোক চিং’ যুদ্ধ সংঘটিত হবার সময় জাপানিরা নিজেদের বিরোধী ভেবে অনেক অনেক নিরীহ চীনা নাগরিককে হত্যা করে তারপর তাদেরকে এখানে কবর দেয় আর সেই থেকে এই জায়গাটি পরে নাকি হয়ে ওঠে ভূতুড়ে । এখানে রাত হলে শুরু হয় ভূতুড়ে সব কাজ কারবার । মনে হয় দূর থেকে কিছু মানুষ কান্না করতে করতে সামনের দিকে এগিয়ে আসছে । অনেক পর্যটক কিছু না জেনে এখানে রাত্রে বেলা ঘুরতে আসে আর ফেরার সময় নিয়ে যায় অদ্ভুত এক অভিজ্ঞতা । এখন পর্যন্ত প্রায় হাজার খানেক মানুষ এমন কান্নাকাটি শোনার কথা স্বীকার করেছে । আর স্থানীয়ও কেউ এখানে রাতের বেলা ভুল করেও আসে না । স্ক্রিমিং টানেল, নায়াগ্রা ফলস: কুখ্যাত জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা এটি । এখানকার মানুষেরা বলে আপনি যদি এই টানেলের ভেতরে একটি ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালান তবে সেটি আগুনের গোলা টানেলের বাইরে চলে যাবে আর আপনি একটি ছোট্ট মেয়ের চীৎকার দেবার আওয়াজ শুনতে পাবেন যা খুবই ভয়ানক । এখানকার বাসিন্দারা সব সময় সেখানে যেতে মানা করে । ভাঙ্গার দুর্গ, ইন্ডিয়া: এটি ইন্ডিয়ার রাজস্থানের পাশে অবস্থিত । এখানকার মানুষের মুখে শোনা যায় এই জায়গাটির ওপর নাকি অনেক অভিশাপ আছে । কোন এক পুরনো ঋষি এই জায়গারটির ওপর অভিশাপ দিয়েছিল যে যারা এখানে মারা যাবে তাদের আত্মা সারা জীবন এইখানে বন্দী থাকবে । সব চেয়ে আশ্চর্যও জনক ব্যাপার হচ্ছে এখানকার কোন বাড়ির ছাদ নেই আর সবগুলো বাড়ির ছাদ তৈরি করার সময় নাকি সেগুলা নাকি হঠাতই ভেঙ্গে পড়ে । শোনা যায় সন্ধ্যার পড়ে এই দূর্গে যারা গিয়েছে তারা আজ পর্যন্ত ফিরে আসেনি ! এখনকার সরকার পর্যটকদের সন্ধ্যার পর সেখানে যেতে পুরোপুরি নিষেধ করে দিয়েছে । মন্টে ক্রিস্টো, অস্ট্রেলিয়া: এই বাড়ির মালিক মিসেস ক্রাওলি তার স্বামীর মৃত্যুর পরবর্তী ২৩ বছরে মাত্র ২ বার বাড়ির বাইরে বের হয়েছিল । এবং তার মৃত্যুর পর আজও নাকি তাকে এই বাড়িতে ঘুরে বেড়াতে দেখা যায় । এই বাড়ির ভেতর থেকে যারা ঘুরে এসেছে তাদের মুখ থেকে এর সত্যতা মেলে । তারা বলে বাড়ির ভেতরে গেলে মনে হয় কে যেন আয়নার সামনে দাড়িয়ে আছে আবার হুট করে মিলিয়ে যাচ্ছে । তারা আরও বলেন যখন তারা ক্রাওলির ঘরে প্রবেশ করে তখন প্রত্যেকে রূদ্ধশ্বাস পরিস্থিতির ভেতরে ছিলেন এবং তাদের মনে হচ্ছিলো যেন তাদের সারা গায়ে কেমন রক্তবর্ণের আভা দেখা দিচ্ছে । কিন্তু পরবর্তীতে যখন তারা ঐ বাড়ি থেকে বের হয়ে আসে তখন নাকি আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায় । ডোমিনিকান হিল, ফিলিপাইনস: সবাই বলে এখানে নাকি যুদ্ধের সময় যারা আহত হতো তাদের চিকিৎসা দেয়া হতো । আর চিকিৎসারত অবস্থায় যারা মারা যেত তাদের এখানেই কবর দেয়া হতো । পরবর্তীতে জায়গাটি পরিত্যক্ত ঘোষণা করা হয় । এখানকার মানুষেরা বলে রাত হলে এখান থেকে নাকি অদ্ভুত রকমের সব শব্দ পাওয়া যায় । কখনো গুলির শব্দ, কখনো মানুষের বাঁচার জন্য আর্তনাদ ইত্যাদি । ভয়ে এখানে কেউ আসে না। আর যারা টুরিস্ট আসে তারা দূর থকে দেখেই চলে যায় । প্রধান এডমিন : রায়হান 21 hrs · Public Unlike Page · Report 170 people like this. Write a comment... Comment Attach a Photo · Mention Friends Abdullah Al Mamun ভুত বলে কিছুই নেই এই দুনিয়াতে।আর যা আছে তা হলো জিন।কুরআনে আল্লাহ বলেন।আমি মানুষ এবং জিন কে স্রিষ্টি করেছি। Like · 4 · Reply · Report · Yesterday at 12:06pm Rj Tanmoy nice Like · Reply · Report · 7 hours ago Cr Neshad ai chudir beta vut bole kicu ni . Manus jin k vut bole . Like · Reply · Report · Yesterday at 11:53am Ariful Islam ভুত অবশশই আছে । এমনকি আমি নিজে ভুত দেখেছি ।আর আমার কাছে ভুতের এক ছবি আছে । কোরআন ও হাদীস বলে ভুত পৃথিবীতে আছে ।
Posted on: Tue, 27 Jan 2015 11:53:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015