জেনে নিতে পারেন শেষটার - TopicsExpress



          

জেনে নিতে পারেন শেষটার উত্তর দিতে ভুলবেন না........................ # সাধারন_জ্ঞান ১. অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির লেখক কে? উঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলিও কুরি পুরস্কার লাভ করেন? উঃ ১৯৭২ সালের ১০ অক্টোবর। ৩. মডেম এর মধ্যে থাকে-? উঃ একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর। ৪. কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক? উঃ পুনরাবৃত্তিমূলক কাজ। ৫. ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম-? উঃ সিসমোমিটার। ৬. সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম-? উঃ ফ্যাদোমিটার। ৭. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয় কত সালে? উঃ ১৭ এপ্রিল ৭১। ৮. মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়? উঃ ৬৪টি। ৯. বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা? উঃ থানচি। ১০. বিশ্বব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি Soft-Loan-Window নামে পরিচিত? উঃ IDA = International Development Association. ১১. বাংলাদেশ ক্রিকেট কত সালে টেস্ট মর্যাদা লাভ করে? উঃ ২০০০ সালের ২৬ জুন। ১২. এলিসি প্রাসাদ অবস্থিত-? উঃ প্যারিসে। ১৩. মেডোনা ৪৩ চিত্রটির চিত্রকর-? উঃ জয়নুল আবেদীন। ১৪. বিশ্বের দীর্ঘজীবী প্রাণী-? উঃ কচ্ছপ। ১৫. রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন? উঃ জাপান। ১৬. একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা? উঃ মুক্তিযোদ্ধাদেরপত্র সংকলন। ১৭. Anatomy শব্দের অর্থ-? উঃ শারীরবিদ্যা। ১৮. বাক্যের তিনটি গুণ কি কি? উঃ আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা। ১৯. সমাস ভাষাকে কি করে? উঃ সংক্ষেপ করে। ২০. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি? উঃ ??????।
Posted on: Tue, 02 Sep 2014 17:36:58 +0000

Trending Topics



Recently Viewed Topics



**
**
**

© 2015