জেনে নিন ভালবাসার মানুষ - TopicsExpress



          

জেনে নিন ভালবাসার মানুষ কি চায়, কি পছন্দ করে, কি করতে ভালবাসে? » মেয়েরা ছেলেদের প্রান খোলা হাঁসি খুব পছন্দ করে.. » মেয়েরা অবহেলা সহ্য করতে পারেনা.. » আপনার জ্যাকেট তার গায়েজড়িয়ে দিন.. » তার সামনে থেকে তার হাতটি ধরে রাস্তা পারা পারকরুন.. » আপনার রহস্যপূর্ণ গোপন ব্যাপার গুলো তার সাথে শেয়ার করলে সে খুব খুশি.. » তাঁকে বুকে জড়িয়ে ধরে রাখা.. » তার সাথে সাথে হাঁসা.. » ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বললে মহা খুশি.. » কোথাও ঘুরতে নিয়ে যাওয়া মেয়েদের অনেক পছন্দের..সে যখন যেখানে যেতে চায় তাঁকে নিয়ে যান..শপিং এ নিয়ে গেলে তো কোন কথাই নাই.. » দুটি হাত দিয়ে আলতো ভাবে কমর স্পর্শ করা মেয়েরা পছন্দ করে কিন্তু কখনো বলেনা.. » মেয়েরা তার বাবা কে বেশি ভালোবাসে.. » মেয়েরা আশাবাদী কম স্বপ্ন বুনে বেশি.. » ন্যাকামি এবং প্রেমের অভিনয় ঘৃণা করে.. » তাঁকে কথা বলার মাঝে কখনো থামাবেননা কারন সে যখন কথা বলতে থাকে তার সমস্ত স্নেহ ভালোবাসা কথার মাঝে আপনার জন্য ঝড়তে থাকে তাঁকে থামানো মাত্রই সে নিজেকে ছোট ভাবতে থাকে এবং কষ্ট পায়.. » চকলেট আইসক্রিম ফুল মেয়েরা খুবি পছন্দ করে..কিনে দিলে তাদের রাগ কমে.. » বেশি পরিপাটি ছেলেদের মেয়েরা পছন্দ করেনা..তাদের সামান্য আউলা-ঝাউলা পছন্দ.. » পেশী নয় উজ্জ্বল ত্বক মেয়েদের পছন্দ..তাইবলে কিন্তু খুব ফর্সা ছেলেনা,বেশি ফর্সা ছেলেদের মেয়েরা পাত্তা দেয়না.. » যে সব ছেলেরা দেখতে কিছুটা,একেবারেইসামান্য মেয়েলি এবং কিছুটা, একেবারেই সামান্য চাপা ভাঙ্গা সে সব ছেলেদের দিকেমেয়েরা ঘুরে ফিরে তাকায় এবং পছন্দ করে.. » মেয়েরা সুন্দরী মেয়ে দেখলে জেলাস হয় এবং হাহ্ হুহ্ করে অন্য দিক তাকিয়েঠোঁট বাকানি দেয়.. » ইদানিং দেখতেছি সুন্দর ছেলে একা পেলে দুই হাত কানে দিয়ে জিব্বা বের করেইচ্ছা মতো ভেঙ্গায় দেয়.. (ছেলেরা বি অ্যালারট..আতকা ভেজ্ঞায় তো তাই প্রথমে ভয় পেয়ে যেতে হয়,গাড়ি রিকশা ক্রস করে ফেলার পর বোঝা যায়-”"না দুষ্টামি করছে ভয়ের কিছু নাই”") » যখন বলবে সে আপনাকে বেশি ভালোবাসে,তখনি করে দিন এবং বলুন তারচেয়েঅনেক বেশি আপনি তাঁকে ভালোবাসেন কারন মেয়েরা এটাই চায়.. » তাকে সুন্দর বলুন তার সাঁজ লক্ষ করুন নতুন কিছু পরলে সেটা নিয়ে প্রসংসা করুন..এ ব্যাপার গুলো মেয়েরা ভালোবাসে.. » আপনার মনের গভীর থেকে যে নামটা আসে তাঁকে সে নামটাতে মাঝে » সে বুঝে ওঠার আগেই হঠাৎ করে একটা কিস করে ফেলুন.. » শীতে যখন সে কাঁপছে তার খুব কাছে গিয়ে দাঁড়ান যেন সে আপনাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখতে পারে.Meyera beshirbag somoy chokhe chokh rekhe boshe kotha bolte chai tokhon apni tar hat dhorle; she feeling best touch. Sobar sathe same naw hote pare. নিঃসঙ্গ স্বপ্নীল রিয়াজ
Posted on: Tue, 20 Aug 2013 07:00:44 +0000

Trending Topics



style="margin-left:0px; min-height:30px;"> Five Nights at Freddys Songs Its Been So Long Verse 1: I

Recently Viewed Topics




© 2015