জানার কোন শেষ নেই - TopicsExpress



          

জানার কোন শেষ নেই ১।কম্পিউটার হচ্ছে এমন একটি যন্র যাকে-গণনাযন্র বলা যায়। ২।সবচেয়ে শক্তিশালি কম্পিউটার হলো-সুপার কম্পিউটার। ৩।কম্পিউটারের অস্হায়ী স্মৃতি শক্তিকে-RAM বলে। ৪।দুনিয়ায় পথম বানিজ্যিক ইলেকট্রনিক কম্পিউটার স্হাপিত হয়-ইউনিভাক। ৫।বাংলাদেশে প্রথম কত সালে কম্পিউটার স্হাপিত-১৯৬৪ সালে ৬।বাংলাদেশে প্রথম কোথায় কম্পিউটার স্হাপিত হয়-পরমানু শক্তি কেন্দ্র ঢাকায়। ৭।বাংলাদেশে দ্বিতীয় কম্পিউটারটি স্হাপিত হয়-১৯৬৫ সালে আদমজী জুট মিলে ৮।কম্পিউটার কি ধরনের যন্র-ইলেকট্রনিক যন্র ৯।মাইক্রোপ্রসেসর হলো কম্পিউটারের-তথ্য প্রক্রিয়াকরণের জন্য ১০।হার্ডডিস্ক হলো-সহায়ক স্মৃতি ১১।মাইক্রোকম্পিউটারকে সংক্ষেপে কি বলা হয়- PC ১২।কত সালে প্রথম সফল কম্পিউটার বাজারে আসে-১৯৭৬ সালে ১৩।কোন কোম্পানি প্রথম সফল কম্পিউটার বাজারজাত করে-এ্যাপল ১৪।কত সালে আই.বি.এম পিসি নামে তাদের তৈরি মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়ে-১৯৮১ সালে আমাদেরকে তখনেই খারাপ লাগে,যখন আপনারা লাইক বা কমেন্ট করেন না । ###মোশারফ
Posted on: Sat, 13 Dec 2014 15:05:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015