জাপানিদের সম্পর্কে কিছু - TopicsExpress



          

জাপানিদের সম্পর্কে কিছু তথ্যঃ • জাপানের স্কুলের শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষকের তত্ত্বাবধানে ৪৫মিনিট স্কুল পরিস্কারের কাজ করে । • জাপানের রাস্তাঘাট পরিস্কার করার কাজে থাকা শ্রমিকদের ডাকা হয় health engineer নামে এবং তাদের মাসিক বেতন থাকে ৫০০০$-৮০০০$ । • জাপানের কোন প্রাকৃতিক সম্পদ (natural resources) নেই, প্রতিবছর প্রায় ১০০টি ভুমিকম্প হয়। তারপরেও অর্থনৈতিক অবস্থার বিচারে তারা ২য় সেরা অবস্থানে আছে । • জাপানের হিরোশিমায় যে পারমানবিক বোমা ফেটেছিল এবং ধ্বংসযজ্ঞ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তবে এটা জানি না বোমার ফলে তাদের অর্থনৈতিক যে ক্ষতি হয়েছিল তা মাত্র ১০বছরে কাটিয়ে উঠেছিল । • জাপানে রেস্টুরেন্ট, বাস , ট্রেনে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ । • জাপানের শিক্ষার্থীদের তাদের শিক্ষা জীবনের প্রথম ৬বছরে মানুষের সাথে আচরন বিষয়ে অধ্যয়ন করতে হয় । • যদিও জাপানীরা মোটামুটি অনেক দেশের মানুষ থেকে সচ্ছল, তারপরেও তারা তাদের বাসায় কোন কাজের লোক কিংবা গৃহপরিচারিকা রাখে না, নিজেদের বাসার কাজ নিজেরা করে । • জাপানে ট্রেনের বিলম্ব হওয়ার হার প্রতি বছরে মাত্র ৭সেকেন্ড। পুরো বিশ্বে তারা তাদের সময়ানুবর্তিতার জন্য খুব প্রশংসিত ।
Posted on: Sat, 18 Jan 2014 05:12:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015