জাপানের শহর কোবের নামে - TopicsExpress



          

জাপানের শহর কোবের নামে বনানীতে খুলল জাপানি রেস্তোরাঁর দরজা। বিশ্বখ্যাত কোবে বিফও কিন্তু আসে এই শহর থেকেই। ঢাকার অন্য অনেক জাপানি রেস্তোরাঁর থেকে অবশ্য এর গল্প কিছুটা ‘ভিন্ন’। এই রেস্তোরাঁ জাপান-বাংলাদেশ যৌথ বিনিয়োগের ফসল। তাও আবার যে জাপানি প্রতিষ্ঠান এই বিনিয়োগ করল তার যাত্রা শুরু হয়েছিল ২০০ বছর আগে। আর বাংলাদেশি অংশীদারেরও আছে একটি ‘চমকপ্রদ’ গল্প। সে কথায় পরে আসা যাক। বাংলাদেশে জাপানি এই যৌথ বিনিয়োগে স্থাপিত কোম্পানির নাম লিও গ্লোবাল লিমিটেড। জাপানের শিশিকুরা নামের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপারে ককি মিজুতানি জানান, এর যাত্রা শুরু ১৭৮৮ সালে। অর্থাৎ ২০০ বছরেরও বেশি সময় ধরে এরা ব্যবসায় আছে। বাংলাদেশি অংশীদার তারেক রাফি ভূঁইয়া যোগ করেন, শিশিকুরা সাত পুরুষের প্রতিষ্ঠান।ভেতরটা ছিমছাম, বাইরে তাকালে বনানী ১১ নম্বর রোডের নিয়নের আলো আর মানুষের ঝলমলে সহাবস্থান চোখে পড়বে। চেয়ার, টেবিল ছিমছাম। প্রাকৃতিক রং আর সবুজের উপস্থিতি শহুরে চোখের জন্য ভালো! ইচ্ছা হলে প্রিয়জন কে নিয়ে একান্ত কিছু সময় কাটানোর জন্য আপনি ও ঘুরে আসতে পারেন বনানীর কোবে তে । ধন্যবাদান্তে: bdcost
Posted on: Wed, 14 Jan 2015 05:53:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015