জাফরানের গুণাগুণ - TopicsExpress



          

জাফরানের গুণাগুণ জাফরানের কিছু গুণাগুণ তুলে ধরছি :- 1. যদি আপনি দৃষ্টিশক্তি বাড়াতে চান তাহলে প্রতিদিন এক গ্লাস দুধের সাথে জাফরান মিশিয়ে পান করুন। এতে আপনার দৃষ্টিশক্তি বাড়বে। কারণ জাফরান চোখের রোগ সারাতে ও চোখের সুরক্ষায় কার্যকর। 2. হৃদরোগ, টাক সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ক্যান্সার ও অনিদ্রাসহ আরো অনেক রোগের জন্য জাফরান খুবই উপকারী। 3. যারা অনিদ্রা ও হতাশা কিংবা ভীষণœতায় ভোগেন তাদের জন্য জাফরান খুবই কার্যকর। 4. বহু দিন ধরে জাফরান রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। 5. দুধের সাথে একচামচ জাফরান মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য বেশ উপকার। 6. জাফরান অনিদ্রা, হতাশা, পাকস্থলির সমস্যা ও ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 7. জাফরানে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন, যা আপনাকে বিভিন্ন রোগ থেকে মুক্তি দেয়। . » আমাদের পোষ্ট যদি আপনাদের সামান্য উপকারে এসে থাকে তাহলে কমেন্টে অন্ত একটা THX জানাইয়েন। J@nn@t
Posted on: Wed, 30 Oct 2013 09:50:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015