জাবিতে প্রজাপতি মেলা 5 Dec - TopicsExpress



          

জাবিতে প্রজাপতি মেলা 5 Dec 2014 bd-pratidin #Jahangirnagar #JU #জাহাঙ্গীরনগর #জাবি #Bangladesh #Butterfly নাহিদুর রহমান হিমেল, জাবি প্রতিনিধি: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রজাপতি প্রেমীক আর দর্শনার্থীদের সরব উপস্থিতিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল “প্রজাপতি মেলা-২০১৪”। ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ শ্লোগানকে ধারণ করে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্তরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যেমে দিনব্যাপী এ মেলার সূচনা হয়। বিভিন্ন প্রজাতির প্রজাপতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে ৫ম বারের মত ব্যাতিক্রমী এ মেলার আয়োজন করা হয়। প্রজাপতি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতির ভুমিকা তুলে ধরে গনসচেতনতা বৃদ্ধির লক্ষেই মূলত প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়। আজ সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, আইইউসিএন এর বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিক হায়দার চৌধুরী, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাজেদা বেগম, প্রমুখ। এসময় প্রজাপতির বিষয়ে সচেতনতা এবং গবেষণা করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. সোহরাব আলীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও প্রজাপতির ক্ষেত্রে বিশেষ আগ্রহ এবং প্রজাপতির বিষয়ে সচেতনতা তৈরি জন্য মেলা থেকে ইয়ং বাটারফ্লাই অ্যাওয়ার্ড লাভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর আহমেদ। এদিকে আজ মেলাকে কেন্দ্র করে ক্যাম্পাসকে বর্ণিল রূপে সাজানো হয়। মেলা উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন যায়গা প্রজাপতির ছবি সম্বলিত বেনার/ফেস্টুন ঝোলানো হয়। অন্যদিকে শুক্রবার ছুটির দিন হওয়ায় মৃদু শীতকে উপেক্ষা করে ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো প্রজাপতিপ্রেমী, দর্শনার্থীরা এ ক্যাম্পাসে ছুটে আসেন। মেলায় শিশু কিশোরদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। দিনব্যাপী এ মেলায় শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতি আদলের ঘুড়ি উড্ডয়ন, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলায় কয়েকটি স্থানে স্থাপনকৃত মশারীর জাল দিয়ে তৈরি প্রজাপতির হাটে নানা রঙের নানা প্রজাতির জীবন্ত প্রজাপতি তুলে ধরা হয়। মেলায় এসব প্রজাপতির সাথে ছবি তুলতে দিনভর ব্যস্ত ছিলো দর্শনার্থীরা। মেলা দেখতে আসা এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “ প্রিয় এ ক্যাম্পাসে ব্যতিক্রমী এ মেলা দেখতে এসে খুবই ভালো লাগছে। এমন ব্যতিক্রমী আয়োজন প্রাক্তন শিক্ষার্থীসহ প্রকৃতি প্রেমীদের বারবার টেনে আনবে এ সবুজ ক্যাম্পাসে”। মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশে মোট ৩০১ প্রজাতির প্রজাপতির মধ্যে এ ক্যাম্পাসে ১১৫ প্রজাতির প্রজাপতি রয়েছে। এ মেলায় ৮০ প্রজাতির প্রায় দুই থেকে তিন হাজার প্রজাপতি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমাইল হোসেনের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম গবেষণা শুরু করেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন। দীর্ঘ ১৮ বছর গবেষণায় তিনি এ পর্যন্ত ১১৫ প্রজাতির প্রজাপতি শনাক্ত করেছেন। এর মধ্যে বাংলাদেশে নতুন ৬৩ প্রজাতির প্রজাপতির সন্ধান পাওয়া গেছে। প্রজাপতি সংরক্ষণ ও প্রজননের জন্য অধ্যাপক মনোয়ার ইতোমধ্যে ‘বাটারফ্লাই রিসার্চ সেন্টার অ্যান্ড পার্ক’ তৈরির উদ্যোগ নিয়েছেন। - See more at: bd-pratidin/features/2014/12/05/47972#sthash.N1VJTq3c.dpuf
Posted on: Sat, 06 Dec 2014 01:41:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015