জীবন টা চলার পথে কেনো - TopicsExpress



          

জীবন টা চলার পথে কেনো জানি থমকে যাচ্ছে।জানি না কেনো এমন হচ্ছে.....!!আমি ছোট বেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি।কখনো চাওয়া জিনিস গুুলো না পাওয়ার কষ্ট টুকু বুঝিনি........কিন্তু HSC পরীক্ষা দিয়ে যে কাঙ্কিত ফল এর আশা করেছিলাম তা শুধু আশাই র‍য়ে গেলো।জানি না কেনো এমন হলো!!!কোনো কিছু না পাওয়ার যে কতোখানি কষ্ট পাইতে হয়,তা যে পায় শুধু মাএ সেই বুঝে। যেমন ঐ কষ্ট এখন আমি পাচ্ছি। ।।বাবা -মা আমার সব আশা পুরন করেছে।যখন যা চেয়েছি তাই দিয়েছে।কিন্তু তারা শুধু চেয়েছিলো আমার কাছ থেকে একটা ভালো রেজাল্ট। তা SSC তে দিতে পেরেছিলাম কিন্তু HSC তে দিতে পারলাম না.......।।নিজেকে বড় অপদার্থ মনে হচ্ছে।।।আমার রেজাল্ট এতো খারাপ হওয়ার পর ও বাবা-মা আমাকে উৎসাহ দিচ্ছে। ।।আমি অনেক ভেঙ্গে পড়েছিলাম কিন্তু তাদের উৎসাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে যে অনেক খারাপ রেজাল্ট করেও অনেক ভালো কিছু করা যায়।ওনারা বলেছেন সামনে তোমার Admission Test তা তুমি ভালোপড়াশুনা করে পরীক্ষা গুলোতে অংশগ্রহণ করো দেখবা তুমি টিকে গেছো........।।।মহান আল্লাহ্‌ তালার অশেষ রহমতে আমি যেনো তাদের এই আশা টুকু পুরন করতে পারি।।হে আল্লাহ্‌ তুমি আমাকে তৈফিক দান করো.........সবাই আমার জন্য দোআ করিও............।।।।
Posted on: Fri, 15 Aug 2014 17:23:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015