জীবনের অনেক বড় একটা সময় - TopicsExpress



          

জীবনের অনেক বড় একটা সময় পার করে ছিলাম তোদের সাথে।কি করে যে জীবনের বাকিটা সময় তোদের ছাড়া কাটাব সেটাই তো বুজতে পারছিনা।কি করে ফারুক তোর সাথে করা এতোদিন কার দুস্টুমির কথে ভুলব।সুখে-দুঃখে সবসময় তোরা আমার পাশে ছিলি।মিলসন কি করে তোর সেই উগ্রপন্থি নামটা ভুলে যাব,কি করে তোর পাশে থেকে এক সাথে কারো সাথে ঝগড়া করার কথা ভুলে যাব।পরাগ কে আমাকে Ethics ডাকবে।কে আমাদের শার্ট,পেন্ট নিয়ে কথা বলবে।রাশেদ তোর গাম্ভীর্য আমাদের কাছে সারাজীবন কৌতূহল হয়ে থাকবে।সজীব তোর এত্ত বড় শরীর নিয়ে আমাদের সাথে লাফালাফি,দুস্টুমি আমাদের ভবিষ্যত জীবনের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।বোরহান তোমাকে আর কেও বরি বলে ডাকবেনা।কেও তোমার সাথে মেয়ে নিয়ে দুস্টুমি করবে না।।সাওন তোমার সেই চিরাচরিত সিন্সিয়ার ভাব নিয়ে কেও আর তোমার সাথে দুস্টুমি করবে না।মনি,নিলয়া,তাসলিমা তোদের সাথে আর কেও ফাইযলামি করবে না,কেও তোদের কে লজ্জায় ফেলবে না।ছোট সালাউদ্দীন তোর ছোট্ট মুখে আর কোনদিন শুনব না আজিয়ে কেলাশ অইবু না-লেহান।পারভেজ তর সাথে একদিন ঝগড়া করেছিলাম,সেই মুহুর্ত গুলো আর কখনো আসবে না।সাদ্দাম তকে নিয়ে বিভিন্ন মন্তব্য করার মানুষ আর পাবি না।বক্কর তর বরিশাইল্য কথা আর আমাদের সাথে মিশে যাওয়া কোনদিন ভুলব না।তাপস এর হুট-হাট রেগে যাওয়া আর দেখতে পারব না।ছোট ভাইদের কথা আর কি বল্ব।১ম থেকে ৭ম সেমিস্টার পর্যন্ত প্রত্যোকটা ছোট ভাইকে বুকের মধ্যে আজীবন গেথে রাখব।তোরা সবাই আমাদের ৬ই ডিসেম্বর অর্থাৎ গতকাল আমদের জন্য মেমোরেবল ১টা দিন করে রাক্লি।স্মৃতির পাতায় আজীবন এই দিনটির কথা মনে রাখব।সবাই ভাল থাকিস।আমাদের জন্য দোয়া করবি যেন ভবিষ্যতে ভাল মানুশ হতে পারি।আর আমরা যদি কোন ভুল করে থাকি তাহলে ১৬তম ব্যাচের পক্ষ থেকে আমি সবার কাছে sorry বলে নিছছি।মাফ করে দিস আমাদের.........। চিরসবুজ ১৬তম ব্যাচ...............................................................................................................................................................................................................................................................................................................।।
Posted on: Sun, 07 Dec 2014 06:35:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015