জীবনটা কতোগুলো সময়ের - TopicsExpress



          

জীবনটা কতোগুলো সময়ের সমষ্টি। যারা তার জীবনটাকে ভালোবাসে সে সর্বদাই চায় , সেই সময় গুলোকেও যাতে আরো হ্মুদ্রাতিহ্মুদ্র ভাবে ভাগ করে সাফল্য অর্জন করতে। তবে প্রত্যেকেই জানে যে মানুষের অসাধ্য কিছুই নেই । কিন্তু একটা Limitation তো থাকতে হবে । স্মার্ট শব্দটার সাথে যেমন আমরা সকলে পরিচিত , এর বৈপরীত্য শব্দটির সাথেও কমবেশী সকলেই পরিচিত। ঐই 2014 আসলো , আপনার থার্টি ফাস্ট নাইটে ঢাকার টিএসসি চত্বরে যান , শাহবাগে যান , গুলশানের অভিজাত ক্লাব গুলোতে যান , ফাইভ স্টার হোটেলে যান..........সর্বএই দেখা যাবে স্মার্টনেস নামধারী নারী- পুরুষকে । তারা এটা ভাবে না যে লাইফটাকে এনজয় করতে করতে লিমিটেশন ক্রস করে Darkness এর দিকে ভবিষ্যত টাকে নিয়ে যাচ্ছে । পরিনামে তাদের জীবনে একটা কলংকের আচর পড়তে যাচ্ছে ,,,যার চূড়ান্ত পরিনতি অকাল মৃত্যু । তবে আমি বলি The past means Inspiaration,,,The past means Contrition . তাই যারা ঐ অতীত নিয়ে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে পা বাড়াবে তারাই হবে সাফল্যমন্ডিত । স্মার্টনেস ভালো তবে Limit এ থেকেই তা করা উচিত । নতুবা ঢাকার সেই ঐশী রহমানের মতো ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে।
Posted on: Mon, 29 Dec 2014 20:08:15 +0000

Trending Topics



e="min-height:30px;">
Over 1000 books downloaded! Come see what the hype is about! If

Recently Viewed Topics




© 2015