জাহাংগীরনগর - TopicsExpress



          

জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয় বিবিএ অনুষদ ভর্তি টিপস : ১। পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। প্রতি ভুল উত্তরের জন্য 0.20 নাম্বার কাটা যাবে। ২। ৬০ মার্কসের পরীক্ষা, সময় ৪৫ মিনিট, অপশন ৪ টি ৩। বাংলা-০৮,ইংরেজী-০৭, বিষয়ভিত্তিক-৪৫। পাশ মার্কসঃ ৩৫% ৪। ওএমআর শিটের নিচে বাংলায় ও ইংরেজীতে একই বাক্য লিখতে হবে। ৫। ই ইউনিট এর পরীক্ষায় বাংলায় ০৮ বাদে সব ইংরেজীতে হবে ৬। জিপিএ গণণাঃ এসএসসি কে ৩ দ্বারা, এইচএসসি কে ৫ দ্বারা গুন করতে হবে। ৭। ই ইউনিটে(বিবিএ অনুষদ) ৪ টি ডিপার্টমেন্ট ক) ফিনান্স এন্ড ব্যাংকিং(ই১) খ) মার্কেটিং(ই২) গ) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম(ই৩) ঘ) ম্যানেজমেন্ট(ই৪) ৮। সিট ২৬৮ টি, প্রতি ডিপার্টমেন্টে ৬৭ টি করে প্রশ্নের ধরণঃ বাংলায় ৮ মার্কস আসবে ব্যাকরণ থেকে টপিকসঃ সমার্থক, বিপরীত, প্রতিশব্দ, অনুসর্গ, উপসর্গ, সন্ধি, বাগধারা, বাক্য সংক্ষেপ, ণত্ব-ষত্ব বিধান, সমাস, কারক ও বিভক্টি English 7 marks. Topics are: 1)Similar 2) Opposite 3) Translation (English to bangla) & (Bangla to English) 4)Analogy 5)Right form of verb 6) Find the correct sentence 7) passage 8)voice change 9) degree change 10) Narration 11) Sentence change বিষয়ভিত্তিক ৪৫ মার্কস, এসএসসি এর ব্যাবসায় পরিচিতি ও উদ্যেগ, হিসাব বিজ্ঞান, এইচএসসি এর একাউন্টিং, ব্যাবসায় নীতি ও প্রয়োগ এর ব্যাবস্থাপনা অর্থায়ন, ব্যাংকিং বীমা থেকে প্রশ্ন হবে। এছারা কিছু ম্যথ থাকবে, যা ক্লাস এইট এর গনিত বই এর ইংরেজী ভার্সন থেকে, সাইর্ফুরস ম্যাথ, এনালাইটিক্যাল ম্যাথ, সংসপ্তক(জাবির জন্য একমাত্র কোচিং) এর ম্যাথ এর শিটগুলি আয়ত্ত করতে হবে। এই টিপস গুলি আমার এবং আমার বন্ধুদের তৈরী করা, এতে জাবি কর্তৃপক্ষ কোনভাবেই জড়িত নয়। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন Question Pattern is same for the students of Science and Arts
Posted on: Sat, 09 Aug 2014 07:55:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015