জতিসংঘ সম্পর্কিত কতগুলো - TopicsExpress



          

জতিসংঘ সম্পর্কিত কতগুলো গুরুত্বপূর্ন তথ্য: • জাতিসংঘের সচিবালয় সদরদপ্তর- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে • জাতিসংঘ সদর দপ্তর – 15 একর জমির উপর প্রতিষ্ঠিত • জমি দান করেন- জন ডি রকফেলার • জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর- সুইজারল্যান্ডের জেনেভায় • জাতিসংঘ সনদ সাক্ষরিত হয় -26 জুন 1945সাল • জাতিসংঘ সনদ কার্যকরী হয় -24 অক্টোবর 1945 সাল • জাতিসংঘ সনদের মুল লেখক-Archibald Macliesh • জতিসংঘের ভাষা- 6 টি • 1965 সালের পূর্বে নিরাপত্তা পরিষদের সদস্য ছিল -11টি • জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত -1973 জাপানের টোকিওতে • জাতিসংঘের আয়ের উৎস – সদস্য দেশগুলোর চাঁদা • জাতিসংঘ বাজেট – বছরে দুবার • সদস্য দেশ সবোর্চ্চ চাঁদা দিতে পারে 25%, সর্বনিম্ন মোট বাজেটের 0.01% • জাতিসংঘে প্রথম বাংলায় ভাষন দেন- শেখ মুজিবুর রহমান • বাংলাদেশ সদস্য পদ লাভ করে – 29 তম অধিবেশনে। ► জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কী? – UNDP Regards Apurba Kumar
Posted on: Wed, 07 Jan 2015 02:15:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015